ছত্তিশগড় পর্যটন: চলতি বছরে বাংলা থেকে ১২ হাজার মানুষ ভ্রমণ করেছে, মূল আকর্ষণ চিত্রকূট জলপ্রপাত

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জুন ১১, ২০২২ @ ২৩:৫৬
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১১ জুন: অসাধারণ প্রাকৃতিক বৈচিত্রে ভরপুর রাজ্য হল ছত্তিশগড়। কোভিড পরিস্থিতির পর দারুনভাবে ঘুরে দাঁড়িয়েছে ছত্তিশগড়। পর্যটন মেলা ২০২২-এ অংশ নিয়ে এই রাজ্যের পর্যটন আধিকারিক চিন্ময় দাশগুপ্ত জানিয়েছেন, খুব ভাল সাড়া মিলেছে পশ্চিমবঙ্গ থেকে। ছত্তিশগড় ভ্রমণে চলতি বছরে বাংলা থেকে ১২ হাজার মানুষ ভ্রমণ করেছে। ছত্তিশগড় ভ্রমণে সবচেয়ে বড় আকর্ষণ চিত্রকূট জলপ্রপাত।

ছত্তিশগড় ঘোরার জন্য প্রচুর পর্যটকের অনুসন্ধান

ছত্তিশগড় পর্যটনের কলকাতার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্ময় দাশগুপ্ত সংবাদ প্রভাকর টাইমস-কে এক বিশেষ সাক্ষাৎকারে বলেন-  কোভিডের জন্য শুধু ছত্তিশগড় নয় সমস্ত রাজ্যেই প্রভাব পড়েছিল। এজন্য আমাদের জীবনেও অনেক ক্ষয়-ক্ষতি হয়েছে। আস্তে আস্তে আমরা সবাই মিলে ঘুরে দাঁড়াচ্ছি। এবছর আমরা বহু অনুসন্ধান পাচ্ছি। ছত্তিশগড় ঘোরার জন্য প্রচুর পর্যটকের অনুসন্ধান পাচ্ছি। এ বছর শুধু পশ্চিমবঙ্গ থেকেই ১২ হাজার মানুষের ভ্রমণের পরিসংখ্যান এসেছে।

চিত্রকূট জলপ্রপাত

ছত্তিশগড় বেড়াতে গেলে যা না দেখলে আফশোস করবেন তা হল- “ চিত্রকূট জলপ্রপাত, যাকে নায়াগ্রা জলপ্রপাতের সঙ্গে তুলনা করা হয়। এটা হল ভারতের মধ্যে সবচেয়ে বড় এবং দীর্ঘতম জলপ্রপাত। বর্ষার মরশুমে জুলাই থেকে অক্টোবরে আপনি এখানে এলে অপূর্ব জল পাবেন। এত জল যে ওখানে থাকার জায়গা পাওয়াটাই খুব মুশকিল হয়ে যায়। এজন্য তিন থেকে চার মাস আগে আপনাকে বুকিং করতে হবে।”

আমাদের ওখানকার প্যাকেজের ট্যারিফ হল- ২,৫০০ টাকা দু’জনের থাকার জন্য। সমস্ত ঘর বাতানুকুল।

কিভাবে যাবেন

কলকাতা থেকে যে সমস্ত ট্রেন মুম্বই যাচ্ছে ভায়া নাগপুর সেসমস্ত ট্রেনে উঠতে হবে। নামতে হবে রাইপুরে। ট্রে্নগুলি হল- মুম্বই মেল, গীতাঞ্জলী, পোরবন্দর, আমেদাবাদ, আজাদহিন্দ, প্রায় ছয় থেকে সাতটা ট্রেন আছে। রাইপুর হল রাজ্যের রাজধানী। এখান থেকে নেমে আপনাকে ঘুরতে হবে। অথবা ভাইজাগ দিয়েও ঢুকতে পারেন। ভাইজাগ দিয়ে সোজা আরাকু হয়ে যেতে পারেন। আপনি জগদলপুরেও নামতে পারেন। জগদলপুর থেকে চিত্রকূট জলপ্রপাত খুবই কাছে। মাত্র ৪০ কিলোমিটার। যদি রাইপুর নামেন তাহলে ৩৪০ কিমি।

আমরা এখনও সরকারি ভাবে পরিবহনের ব্যবস্থা করিনি। প্রাইভেটের সঙ্গে টাই-আপ করেছি। এখান থকে আকাস পথেও যাওয়া যেতে পারে। এজন্য ইন্ডিগো, স্পাইসজেট আছে। বিমানে রাইপুর যেতে সময় লাগে ১ ঘণ্টা ১০ মিনিট।

Published on: জুন ১১, ২০২২ @ ২৩:৫৬


শেয়ার করুন