
Published on: এপ্রি ১, ২০২৪ at ২৩:৪৯
এসপিটি নিউজ, কলকাতা, ১ এপ্রিল: ভারতীয়দের জন্য এবার জাপান ই-ভিসা চালু করে দিল। এখন থেকে জাপান ভ্রমণ করার জন্য ভারতীয়দের ই-ভিসা ইস্যু করতে হবে বলে এক বিজ্ঞপ্তি জারি করে ভারতে জাপানের দূতাবাস এই খবর দিয়েছে।
জাপানি দূতাবাস জানিয়েছে, ভারতীয়রা জাপান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (ভিএফএস গ্লোবাল) এর মাধ্যমে ইভিসার জন্য আবেদন করতে পারেন।
সেখানে উল্লেখ করা হয়েছে যে পর্যটনের জন্য একক প্রবেশের স্বল্পমেয়াদী ভিসা জারি করা হবে। এর মেয়াদকাল 90 দিন পর্যন্ত থাকছে।
ভারতীয় এবং বিদেশি নাগরিক যারা ভারতে থাকেন তারাই জাপানের এই ই-ভিসার জন্য আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে আবেদনকারীদের আগের মতই ভিসা আবেদন কেন্দ্রে (ভিএফএস গ্লোবাল) আবেদন জমা দিতে হবে কিন্তু তাদের পাসপোর্টে ভিসা স্টিকারের পরিবর্তে ইলেকট্রনিক আকারে ইস্যু করা ভিসা পাবেন।
যারা eVISA পেয়েছেন তাদের বিমানবন্দরে একটি মোবাইল ডিভাইসে “ভিসা জারি বিজ্ঞপ্তি” দেখাতে হবে (ইন্টারনেট অ্যাক্সেস প্রয়োজন!) পিডিএফ আকারে ছবি, স্ক্রিনশট বা প্রিন্ট করা কপি গ্রহণ করা হবে না।
ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (টাফি)র ন্যাশনাল কমিটির মেম্বার অনিল পাঞ্জাবি জাপানি দূতাবাসের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন- এই ব্যবস্থা চালু হওয়ার ফলে জাপানের ভিসা প্রক্রিয়াতে আরও গতি আসবে। এর ফলে ভারতীয়রা এর পূর্ণ সুবিধা পাবেন।
Published on: এপ্রি ১, ২০২৪ at ২৩:৪৯