পশ্চিমবঙ্গ পর্যটনের অংশগ্রহণ পর্যটন মেলার গুরুত্ব বাড়িয়েছে- বললেন সমর ঘোষ

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জুন ১১, ২০২২ @ ২১:০৭
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১১ জুন:  শুক্রবার ১০জুন থেকে কলকাতায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে শুরু হয়েছে পর্যটন মেলা। আজ দ্বিতীয় দিন। ভ্রমণপ্রেমী মানুষের ভিড় চোখে পড়ার মতো। কোভিড মহামারীর পর কলকাতায় এই পর্যটন মেলার দিকে নজর ছিল অনেকেরই। পশ্চিমবঙ্গ পর্যটন দফতর এবার তাদের প্যাভিলিয়ন করেছে, যা নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত পর্যটন মেলার আহ্বায়ক সমর ঘোষ। সংবাদ প্রভাকর টাইমস-কে তিনি বলেই দিলেন- আমরা খুবই খুশি, পশ্চিমবঙ্গ পর্যটনের অংশগ্রহণে। তারা আমাদের পর্যটন মেলার গুরুত্ব বাড়িয়ে দিয়েছে।

‘এবারের পর্যটন মেলা আমাদের কাছে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই’

সমর ঘোষ বলেন- এ বছর মার্চ মাসে অ্যাসোসিয়েশন অফ ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার্স অফ বেঙ্গল পর্যটন মেলার আয়োজন করেছিল। সেবার ছিল আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই আর এবার আমাদের কাছে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই। পর্যটন ব্যবসাকে কিভাবে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় আমরা সেদিকেই নজর দিচ্ছি। সবথেকে আনন্দের বিষয় হল- এবারের পর্যটন মেলায় পশ্চিমবঙ্গ পর্যটনের অংশগ্রহণ। তারা আমাদের এই মেলাকে স্বীকৃতি দিয়েছে এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের। তাদের অংশগ্রহণ পর্যটন মেলার গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। এবার প্রায় ১০০ জন অথোরাইজড এজেন্ট এবং পর্যটন সংস্থা এবারের পর্যটন মেলায় অংশ নিয়েছে।

বিভিন্ন রাজ্যের পর্যটন বাংলার মানুষের উপর নির্ভরশীল

বাঙালি পর্যটকদের দিকেই তাকিয়ে আছে সারা ভারতের রাজ্য পর্যটন সংস্থাগুলি।ভারতবর্ষের যে রেকর্ড আছে পশ্চিমবঙ্গের ৮০ শতাংশ লোক সারা ভারতে ঘোরে। আমাদের দেশে অন্যান্য রাজ্যে যদি বাঙালিরা না যায় তাহলে তাদের পর্যটন ধ্বংস হয়ে যাবে। বিশেষ করে কাশ্মীরের কথা বলতে হয়- সেখানে পুজোর সময় যদি বাঙালি পর্যটক না যায় তাহলে কাশ্মীর বসে যাবে। জোরের সঙ্গে বলেন আহ্বায়ক সমর ঘোষ।

এবার পুজোর ভ্রমণ হবে টানা এক মাস

তিনি বলেন- ভ্রমণ নিয়ে মানুষ এখন বেশ ভাবনা-চিন্তা শুরু করে দিয়েছে।এখন মানুষ খোঁজখবর নিচ্ছে। ছুটি কমে এসছে। তবে সব দিক দেখে মনে হচ্ছে মানুষ এখন ভ্রমণের দিকে মন দিয়েছে। উৎসাহী হয়ে ভ্রমণের প্ল্যানিং করছে। এটাই বড় বিষয়। এই ঘোরাটা ১০-১২ দিনের নয় এক মাস অর্থাৎ মহালয়া থেকে কালী পুজো পর্যন্ত হবে।

Published on: জুন ১১, ২০২২ @ ২১:০৭


শেয়ার করুন