Air Arabia যাত্রীদের জন্য দিল আরও সুযোগ

Main দেশ বিমান ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: এপ্রি ২৪, ২০২৪ at ২৩:০৯
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২৪ এপ্রিল:  চলতি মরশুমে এয়ার আরাবিয়া বিমান যাত্রীদের জন্য বেশ কিছু আকর্ষনীয় সুযোগ নিয়ে এল। ভ্রমণের জন্য যা যাত্রীদের কাছে বেশ সহায়ক হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। তার মধ্যে একটি হল- শীতকালীন ভ্রমণ পরিকল্পনাগুলিকে অপরাজেয় মূল্যে সুরক্ষিত করার এক অবিশ্বাস্য সুযোগ । যেখানে সারা বিশ্বজুড়ে দেড় লক্ষ আসন ভারতীয় মুদ্রায় ৫,৬৭৭ রুপি থেকে শুরু করে বুকিং করতে পারবেন। দ্বিতীয়ত, তারা কেবিন ব্যাগেজ পলিসিতেও নিয়ে এসেছে দুর্দান্ত সুযোগ। এখন থেকে ১০ কেজি পর্যন্ত ব্যাগেজ যাত্রীরা নিজেদের আসনের কাছে রাখতে পারবেন।

এসপিটি-কে এয়ার আরাবিয়ার কলকাতার প্রতিনিধি প্রসেনজিৎ বসু জানান, যাত্রীদের কথা ভেবেই এয়ার আরাবিয়া এই সুযোগগুলি নিয়ে এসেছে। বিভিন্ন ট্রাভেল এজেন্টদের জন্য একচেটিয়া অফার দিচ্ছেন। সেখানে তারা তাদের “আর্লি বার্ড প্রমোশন লাইভ” নিয়ে এসেছে। এই প্রমোশনে তারা ১,৫০, ০০০ আসনের শীতকালীন বুকিং-এ দুর্দান্ত ইফার নিয়ে এসেছে, যেখানে মাত্র  ভারতীয় মুদ্রায় মাত্র ৫,৬৭৭ রুপি থেকেই তাদের আসন বুকিং-এর সুযোগ মিলবে। এত কম খরচে এক পিঠের ভাড়া যাত্রীদের কাছে খুবই সাশ্রয়ের।

এই অফার শুরু হচ্ছে ২৭ অক্টোবর, ২০২৪ থেকে, চলবে ২০২৫ সালের ২৯ মার্চ পর্যন্ত। এই আসনের জন্য টিকিট বুকিং শুরু হবে আগামী ৫ মে থেকে । যোগ করেন প্রসেনজিৎ।

এর পাশাপাশি আরও এক সুযোগ নিয়ে এসেছে এয়ার আরাবিয়া। সেই প্রসঙ্গ টেনে এয়ার এরাবিয়ার পক্ষে প্রসেনজিৎ বসু বলেন- এখন থেকে এয়ার আরাবিয়ার যাত্রীরা নিজেদের সঙ্গে মানে নিজেদের আসনে ১০ কেজি পর্যন্ত ব্যাগেজ বহন করতে পারবে। যার মধ্যে থাকতে পারে ব্যাগ, ব্যক্তিগত জিনিস, ডিউটি-ফ্রি কেনাকাটার জিনিস। এছাড়াও তারা সঙ্গে নিতে পারেন- ল্যাপটপ, লেডিজ হ্যান্ডব্যাগ, ছেলেদের ব্যাগ। এই কেবিন ব্যাগেজ চেক-ইন-কাউন্টার থেকে অনুমোদিত হতে হবে। প্রতিটি ব্যাগে যেন আইডেন্টিফিকেশন ট্যাগ লাগাতে হবে। শিশুদের নিয়ে ভ্রমণকারীরা অতিরিক্ত ৩ কেজি বহন করতে পারে।

ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া বা TAFI –র ন্যাশনাল কমিটির মেম্বার অনিল পাঞ্জাবি এসপিটি-কে জানিয়েছেন, এয়ার আরাবিয়ার এই সুযোগগুলি যাত্রীদের জন্য খুবই সহায়ক হয়ে উঠবে। কেবিন ব্যাগেজ পলিসিতে এয়ার আরাবিয়া এক অনন্য নজির গড়ল, যেখানে তারা ১০ কেজি পর্যন্ত লাগেজ নিয়ে আসনে বসতে পারবেন। পাশাপাশি, সারা বিশ্বব্যাপী দেড় লক্ষ্ আসন যাত্রীদের জন্য খুলে দিয়েছেন শীতকালীন মরশুমের জন্য। এতে নিঃসন্দেহে যাত্রীরা দারুনভাবে উপকৃত হবেন।

Published on: এপ্রি ২৪, ২০২৪ at ২৩:০৯


শেয়ার করুন