ভোটের মধ্যে বড় ধাক্কা রাজ্যের: ২০১৬-র SSC-র নিয়োগ প্রক্রিয়া বাতিল করল হাইকোর্ট

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: এপ্রি ২২, ২০২৪ at ১৪:৫৬

এসপিটি নিউজ, কলকাতা, ২২ এপ্রিল: আজ এক ঐতিহাসিক রায়দান হল কলকাতা হাইকোর্টে। ২০১৬ সালের এসএসসি-র নিয়োগ প্রক্রিয়া বাতিল করল বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। ভোটের মুখে বড় ধাক্কা খেল রাজ্য। আজ রায়দানে ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের এসএসসি-র গ্রুপ স-, গ্রুপ-ডি, নবম-দশম ও একাদশ ও দ্বাদশ শ্রেণির ২৫ হাজার ৭৫৩জনের নিয়োগ বাতিল করেছে। পাশাপাশি, মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর যাদের চাকরি দেওয়া হয়েছিল তাদের আগামী চার সপ্তাহের মধ্যে তাদের বেতনের সমস্ত টকা ১২ শতাংশ সুদ সহ টাকা ফেরত দিতে হবে।তবে এক্ষেত্রে একমাত্র সোমা দাসের চাকরি বহাল রেখেছে মানবিক কারণের জন্য।

আজ কলকাতা হাইকোর্টে ৩৮১ পাতার রায় পড়ে শোনান বিচারপতি দেবাংশু বসাক। তিনি ২০১৬ সালের এসএসসি-র নিয়োগের গোটা প্যানেল বাতিল করে দেওয়ার কথা জানান। জানান, সমস্ত নিয়োগ ছিল অবৈধ। একই সঙ্গে টেন্ডার ডেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে উদ্ধার হওয়া ওএমআর শিটের পুনর্মূল্যায়নের করা হবে। অর্থাৎ ২০১৬ সালের এসএসস-র পরীক্ষায় যে ২৩ লক্ষ প্রার্থী বসেছিলেন তাদের মধ্যে যারা যোগ্য ছিলেন তাদের আবার নতুন করে চাকরির সুযোগ থাকছে।

এদিনের রায়ে আরও বলা হয়েছে যে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় যে অতিরিক্ত পদের সৃষ্টি করা হয়েছিল ক্যাবিনেট থেকে তার তদন্তভার সিবিআই-কে দেওয়া হয়েছে। প্রয়োজনে এই অতিরিক্ত পদ সৃষ্টিতে যারা অভিযুক্ত তাদের সবাইকে প্রয়োজনে হেফাজতে নিতে পারে সিবিআই।

২০১৬ সালের গোটা প্যানেল অবৈধ বলে বাতিল করে দিলেও একমাত্র মানবিক কারণের জন্য যোগ্য প্রার্থী সোমা দাসের চাকরি বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ। ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণে তার চাকরি বহাল রাখা হয়েছে। এই প্রসঙ্গে সোমা দাস জানিয়েছেন- চাকরি প্রার্থীদের আন্দোলনে আমিও ছিলাম, একজন যোগ্য প্রার্থী হিসাবে। তবে , জানতে পারলাম ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণে আমার চাকরি বহাল রাখা হয়েছে। আমি আরও খুশি হবসেদিন যেদিন আমার সহযোদ্ধারা দ্রুত চাকরি পাবেন।

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুরুতে তৎকালীন বিচারপতি অভিজিৎ গ্ণজ্ঞোপাধ্যায়ের  এজলাসেই হয়েছিল। সেইসময় তিনি যে নির্দেশ দিয়েছিলেন এদিনের রায়ে কার্যত সেটাই ডিভিশন বেঞ্চ-এ মান্যতা পেল। এদিনি অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎবাবু এক সাংবাদিক সম্মেলনে বলেন- “আমার খারাপ লাগছে যে এইরকম একজন দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রী এখনও কেন পদত্যাগ করছেন না। আমি ওনার পদত্যাগ দাবি করছি। একই সঙ্গে তিনি এ রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবিও করেন।

Published on: এপ্রি ২২, ২০২৪ at ১৪:৫৬


শেয়ার করুন