তেলেঙ্গানা পর্যটনঃ বাংলার মানুষ অনেক বেশি ভ্রমণপ্রেমী, বললেন জিএম

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জুন ১২, ২০২২ @ ১৭:২৮
Reporter : Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১২জুন: কলকাতায় এবারের পর্যটন মেলায় যোগ দিয়েছে তেলেঙ্গানা পর্যটন। দক্ষিণ ভারতের এই রাজ্যটিকে ঘিরে ভ্রমণপিপাসু বাঙালির আগ্রহের শেষ নেই। এখানেই হয় বালাজি দর্শন। তিরুপতি, তিরুমালা দর্শন হয় এখানেই। সেকথা জানিয়েছেন তেলেঙ্গানা পর্যটনের জেনারেল ম্যানেজার কে অনজি রেড্ডি। বাঙালিদের ভ্রমণ সম্পর্কেও তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বলেছেন- বাংলার মানুষ অনেক বেশি ভ্রমণপ্রেমী। তারা ঘুরতে ভালোবাসে। আমরা তাদের স্বাগত জানাই আমাদের রাজ্যে।

তেলেঙ্গানায় ঘুরতে গেলে অবশ্যই বালাজি দর্শন করুন। অসা্ধারণ এই মন্দিরটি দেখার পাশপাশি সেখানকার পরিবেশ, মানুষজন আর আতিথেয়তা নিঃসন্দেহে আপনাকে মুগ্ধ করবেই। বলছিলেন তেলেঙ্গানা পর্যটনের জিএম রেড্ডি। বিশেষ সাক্ষাৎকারে তিনি সংবাদ প্রভাকর টাইমসকে বললেন পর্যটনের নানা বিষয়। তুলে ধরলেন বাংলার পর্যটন সম্পর্কে তাঁর অভিমত।

বাঙালি পর্যটকদের নিয়ে উচ্ছ্বসিত তেলেঙ্গানার জিএম

জিএম রেড্ডি বলেন- পশ্চিমবঙ্গ থেকে এ বছর এখনও পর্যন্ত ঠিক কতজন তেলেঙ্গানায় বেড়াতে গিয়েছে তার সঠিক তথ্য আমার হাতে নেই।তবে বলতে পারি, বাংলা থেকে বহু মানুষ তেলেঙ্গানা ঘুরতে যান। দশেরা থেকে দীপাবলী পর্যন্ত সময়ে বাঙালিদের ভিড় সব চেয়ে বেশি হয়। একথা বলতে বাধা নেই- বাংলার মানুষ হল অনেক বেশি ভ্রমণপ্রেমী। এরা সব জায়গাতেই ভ্রমণ করতে ভালোভবাসে। এমন কোনও রাজ্য পানবেন না যেখানে বাঙালি পর্যটক নেই।

বালাজি দর্শন কিভাবে করবেন

তেলেঙ্গানা এমনই একটি রাজ্য যেখানে পর্যটনের পূর্ণ রসদ রয়েছে। আমাদের সব চেয়ে মূল আকর্ষণ হল –বালাজি দর্শন। সড়ক পথ, রেল পথ কিংবা আকাশ পথ- সব দিক দিয়েই আপনি চলে আসতে পারেন বালাজি দর্শনে। মাত্র আধ ঘণতায় আপনার বালাজি দর্শন হয়ে যাবে। এজন্য তেলেঙ্গানার নিজস্ব সাইটে গিয়ে বুকিং করতে হবে। এজন্য প্যাকেজ ধরা হয়েছে ৩,৭০০ রুপি। বিকেল ৫টায় বাস ছাড়বে। পরদিন সকাল সাতটা নাগাদ তিরুপতি পৌঁছবে। তিরুপতিতে পৌঁছনোর পর একটি ঘর দেওয়া হবে। সেটি নন এসি রুম। পরিবার পিছু একটি ঘর দেওয়া হয়ে থাকে। সেখানে ফ্রেশআপের পর দর্শনের জন্য তিরুমালায় যান। এই প্যাকেজেই সীঘরা দর্শনও অন্তর্ভুক্ত করা আছে।বলেন তেলেঙ্গানা পর্য্টনের জেনারেল ম্যানেজার।

তেলেঙ্গানা থেকে গুরে আসতে পারেন শিরডি, আছে প্যাকেজ

তেলেঙ্গানায় ঘুরতে গেলে আপনি শিরডি দেখে আসতে পারেন। কারণ তেলেঙ্গানা পর্যটন হায়দ্রাবাদ থেকে শিরডি নিয়ে যাওয়ার প্যাকেজও চালু করেছে। সেকথা জানিয়েছেন জিএম রেড্ডি। তিনি বলেন-শিরডি মহারাষ্ট্রে হলেও হায়দ্রাবাদ থেকে বহু মানুষ সেখানে যান। খুবই বিখ্যাত স্থান। ১৫ বছর আগে তেলেঙ্গানা ট্যুরিজম এই উদ্যোগ নিয়েছিল। এখানকার রোডশ ট্রান্সপোর্ট কর্পোরেশনও এ বিষয়ে এগিয়ে আসে। তারপর থেকেই শুরু হয় শিরডি যাত্রা। যদিও এখন বহু বেসরকারি সংস্থা এসে গিয়েছে।

শিরডির প্যাকেজ দুরকমের আছে। ১) ভলভো বাসে এবং ২) নন এসি বাসে। বাস ছারে হায়দ্রাবাদ থেকে দুপুর তিনটে নাগাদ। শিরডি পৌঁছয় পরদিন সকাল সাতটা। সেখানে পৌঁছে একটি নন-এসি ঘর দেওয়া হয়। সেখানে ফ্রেশআপের পর হয় দর্শন। আবার দ্বিতীয় দিন শিরডি দর্শন সেরে বিকেল চারটে নাগাদ বাসে রওনা হয়ে পরদিন সকাল সাতটা নাগাদ হায়দ্রাবাদ পৌঁছনো।

রুদ্রেশ্বর রামাপ্পা টেম্পল

এছাড়াও তেলেঙ্গানায় আরও একটি অসাধারণ দর্শনীয় স্থান আছে। রুদ্রেশ্বর রামাপ্পা টেম্পল। এটি স্থাপিত হয় ১১২৩-তে। এখনও মন্দিরের অবস্থা একইরকম রয়েছে। এতটুকু ক্ষয়ক্ষতি হয়নি। ২০২১ সালে ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট-এর মর্যাদা দিয়েছে। এ নিয়ে সরকার অনেক চিন্তাভাবনা করছে। সরকার এর পিছনে ৫০-৬০ কোটি টাকা খরচ করার পরি্কল্পনা করছে। সেখানে হোটেল আছে। তবু পর্যটকদের জন্য সরকার আরও অনেক সুযোগ-সুবিধা দিচ্ছে। আমাদের কাছে অনেক ধরনের লাক্সারি বাস আছে।বলেন জিএম।

তিনি বলেন- আমাদের কাছে ১৫, ১৮, ২০, ৩০, ৪০ আসনের বাস আছে।এখানে খুব সুন্দর হোটেল আছে। বাস সার্ভিস অত্যন্ত ভালো। যোগাযোগ ব্যবস্থা ভালো। লোকজন খুবই সহায়ক। তার উপর আছে আমাদের বিখ্যাত হায়দ্রাবাদি বিরিয়ানি- যা আপনার রসনাকে তৃপ্ত করবেই। একবার হলেও আপনি খেয়ে যাবেন আমাদের হায়দ্রাবাদি বিরিয়ানি।

বাংলার পর্যটকদের প্রতি বার্তা

বাংলার পর্যটকদের আমি স্বাগত জানাই। তারা সারা ভারত ঘোরে। বেরানোর মজা তারা দারুনভাবে উপভোগ করে। তারা পর্যটনকে গুরুত্ব দেয়। সম্মান করতে জানে। তেলেঙ্গানা পর্যটন বাংলার ভ্রমণপিপাসু মানুষকে স্বাগত জানাতে প্রস্তুত। আপনারা আসুন। ঘুরে দেখুন আমাদের রাজ্য। তেলেঙ্গানা সরকার আপনাদের পাশে আছে।

Published on: জুন ১২, ২০২২ @ ১৭:২৮


শেয়ার করুন