ছত্তিশগড়ে মাওবাদী হামলায় হত ৪ সিআরপিএফ জওয়ান

Main দেশ
শেয়ার করুন

Published on: অক্টো ২৭, ২০১৮ @ ২১:২৮

এসপিটি নিউজ, ছত্তিশগড়, ২৭ অক্টোবরঃ নির্বাচনের মুখে বড় ধরনের মাওবাদী হামলার শিকার হল সিআরপিএফ। শনিবার বিকেলে জওয়ানরা তাদের ডিউটি সেরে ফিরছিলেন আর সেইসময় টুকরি রোডে বিজাপুর জেলার মুর্দন্ডা থানার আওয়াপল্লী এলাকায় ভয়াবহ বিস্ফোরণে উলটে যায় সিআরপিএফ জওয়ানদের গাড়ি। ঘটস্থালেই মারা যায় ৪ জন জওয়ান। এইসময় সেখানে উপস্থিত অন্য জওয়ানদের সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই হয়। তাতে আরও দুই জওয়ান গুরুতর আহত হয়। আহত অন্য জওয়ানদের নিয়ে যাওয়া হয়েছে নিকটবর্তী হাসপাতালে।

সিআরপিএফ সূত্রে জানা গেছে, বিকেল ৪টে১০ মিনিট নাগাদ ভয়াবহ বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে ঘটনাস্থল। শক্তিশালী এই বিস্ফোরণে মাওবাদীরা পরিকল্পনা করেই এগিয়েছিল। কারণ, জওয়ানরা যে বিজাপুরের বাসাগুড়া সড়ক দিয়েই যাবে সেটা তারা আগে থেকেই জেনে গিয়েছিল। আর সেই মতো সেখানে তারা এই মারন বোমা পুঁতে রেখেছিল। যে মুহূর্তে মুর্দন্ডা ক্যাম্পের ১৬৮ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা গাড়ি নিয়ে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে বিস্ফোরনটা ঘটে।

জানা গেছে, দুই জওয়ানের অবস্থা খুবই সঙ্কটজনক। ডিআইজি পি সুন্দররাজ জানান, এই ঘটনায় মোট পাঁচ জওয়ান শহীদ হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।মৃত সব জওয়ানই ১৬৮ নম্বর ব্যাটেলিয়নের ছিলেন। তারা এরিয়া পাহারার কাজে গেছিলেন। যেখানে বিস্ফোরণ হয়েছে মুর্দন্ডা ক্যাম্পের কাছে যেখান থেকে দুর্গা মন্দিরের দূরত্ব মাত্র সাড়ে তিন কিলোমিটার।

আহত জওয়ানদের বিজাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নভেম্বরেই ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে সেই কাজে ৫০০০ জোয়ান মোতায়েন করা হয়েছে।এর মধ্যেই এমন ঘটনা ছত্তিশগড় প্রশাসনের চিন্তা বাড়িয়ে দিল।

Published on: অক্টো ২৭, ২০১৮ @ ২১:২৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 5 =