একদিনে৫৫ কেজিঃ সোনা পাচারে এও যেন এক রেকর্ড

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-কৃষ্ণা দাস

Published on: অক্টো ২৭, ২০১৮ @ ২২:৫১

এসপিটি নিউজ,শিলিগুড়ি, ২৭অক্টোবরঃ মানব পাচার, প্রাণী পাচার, মূল্যবান সামগ্রী পাচারের বড় ক্ষেত্র হয়ে উঠেছে যেন শিলিগুড়ি। প্রায়দিনই এখান থেকে পাচারকারীদের নানা কীর্তি ধরা পড়ছে। তবে শনিবার যা হল তা গত দু’বছরের পরিসংখ্যানকেও ছাপিয়ে গেল। যা একপ্রকারের রেকর্ড। পাচারের পথে গোয়েন্দাদের জালে ধরা পড়ল ৫৫ কেজি সোনা। যার বাজার মূল্য ১৮কোটি ১৬লক্ষ ৬৫হাজার টাকা। ধরা পড়েছে দু’জন।

জানা গেছে, আগে থেকে পাওয়া খবরের সূত্র ধরে শনিবার শিলিগুড়ি শপিং মলের কাছে হাজির হয়েছিলেন ডিআরআই অফিসার-কর্মীরা। তারা সেখানে রাখা একটি হুন্ডাই গাড়িতে তল্লাশি চালায়।আর তখন তারা বুঝতে পারে খবর একেবারে সঠিক। চালকের সিটের ম্যাটের নীচ থেকে উদ্ধার করা হয় ৫৫ কেজি ওজনের কতগুলি সোনার বিস্কুট।গ্রেফতার করা হয় গণেশ ভগবান কুটে (৩১) ও নভনাথ কালাপ্পা কুটে (৩৮) নামে দুজন অভিযুক্তকে।শনিবার তাদের এসিজিএম কোর্টে তোলা হলে তাদের জামিন নাকচ করেন বিচারক অমিতাভ মান্নার এজলাস।ইন্দো-ভুটান বর্ডার জয়গাঁ থেকে সোনাগুলি শিলিগুড়ি আনা হয়েছিল। এরপর শিলিগুড়ি হয়ে সোনাগুলি অন্য কোথায় পাচারের পরিকল্পনা ছিল বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, গত দু’বছরে শুধুমাত্র শিলিগুড়ি ও পার্শ্ববর্তী অঞ্চল থেকে ৪৮০কিলোগ্রাম সোনা উদ্ধার হয়। চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ২৭ কিলোগ্রাম সোনা উদ্ধার হয়। তবে গত দু’বছরের এদিনের সোনার পরিমান ছিল সবচেয়ে বেশি ৫৫কিলোগ্রাম। সাধারণত ইন্দো-চায়না, ইন্দো মায়নামার, ইন্দো-ভুটান সহ প্রায় সমস্ত সীমান্ত অঞ্চল থেকে সোনা পাচার হয়ে থাকে। তবে এদের সাথে আর কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে ডিআরআই।

Published on: অক্টো ২৭, ২০১৮ @ ২২:৫১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

88 − = 86