প্রণব মুখোপাধ্যায়ের অবদান ময়নার মানুষ কোনদিন ভুলবে না-স্মৃতিচারণে বললেন প্রাক্তন বিধায়ক

দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: আগ ৩১, ২০২০ @ ২২:১৬

Reporter: Biswajit Panda

এসপিটি নিউজ, পশ্চিম মেদিনীপুর, ৩১ আগস্ট:  প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিচারণে অনেক কথাই বললেন ময়নার প্রাক্তন কংগ্রেস বিধায়ক মানিক ভৌমিক। রাষ্ট্রপতি হওয়ার অনেক আগে তিনি যোজনা কমিশোনের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন। আর তখনই তমলুক ও ময়নার সংযোগস্থল অবিভক্ত মেদিনীপুর জেলার শ্রীরামপুর ঘাটে কংসাবতী নদীর উপর সেতু নির্মাণের জন্য যোহনা কমিশনের থেকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। ময়নার মানুষ তাঁর সেই অব্দাব কোনওদিন ভুলবে না। বলেন ময়নার প্রাক্তন বিধায়ক মানিক ভৌমিক।

১৯৯১ সালে ময়না বিধানসভা কেন্দ্র থেকে জাতীয় কংগ্রেসের প্রার্থী মানিক ভৌমিক বিধায়ক নির্বাচিত হয়। সেই সময়ের ময়নার বিধায়ক মানিক ভৌমিক ও তমলুকের বিধায়ক অনিল মুদির চেষ্টায় এক বড় কাজ সম্ভব হয়েছিল শুধুমাত্র প্রণব মুখোপাধ্যায়ের কার্যকরী ভূমিকা পালন করায়। কারণ তিনি ছিলেন সেইসময় যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান। তাই সেখান থেকে কংসাবতী নদীর উপর সেতু নির্মাণের টাকা অনুমোদনের ব্যবস্থা হয়েছিল প্রণব মুখোপাধ্যায়ের আনুকূল্যেই। সেতুটি নির্মাণ নিয়ে একসময় সংশয় দেখা দিয়েছিল কারণ রাজ্যে তৎকালীন বাম সরকার সেতু নির্মাণ নিয়ে টালবাহানা করেছিল। অবশেষে কংসাবতী সেতুটি তৈরি হয়েছে। যার মূল অবদান প্রণব মুখোপা্ধ্যায়ের।

শুধু তাই নয়, বানভাসি ময়নার উন্নয়নে তিনি একাধিক প্রকল্প গ্রহণ করেছেন। তিনি দিল্লির রাজনীতিতে থাকলেও বারেবারে ময়না এলাকায় ছুটে এসেছেন। এই এলাকার অবহেলিত বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তমলুকের সেইসময়ের প্রাক্তন বিধায়ক অনিল মুদি প্রয়াত হয়েছেন। কিন্তু ময়নার প্রাক্তন বিধায়ক মানিক ভৌমিক বর্তমানে রয়েছেন। তাই ৩১ আগস্ট সোমবার দিল্লির সেনা হাসপাতালে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যু হয়েছে এই খবর ছড়িয়ে পড়তেই ময়না এলাকায় শোকের ছায়া নেমে আসে।

একসময় তাঁর সঙ্গী ময়নার প্রাক্তন বিধায়ক মানিক ভৌমিক বলেন-প্রণববাবুর অবদান কোনওদিন ভোলার নয়। ময়নার মানুষ সারা জীবন এই মানুষটিকে মনে রাখবেন। ১৯৮৬ সালে প্রণব মুখোপাধ্যায় কংগ্রেস দল ছেরে রাষ্ট্রীয় সমাজসেবী কংগ্রেস দল গঠন করেছিলেন। তখনও ময়নার মানুষ তাঁর পাশে ছিলেন। সেইসময় প্রণববাবুর দলের প্রার্থীরা দাড়িপাল্লা প্রতীকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন, তবে কোথাও বিধায়ক নির্বাচিত হতে পারেনি তাঁর দলের প্রার্থীরা। তা সত্ত্বেও কাজের মানুষ হিসেবে প্রণববাবুর পাশে ছিলেন ময়না,তমলুকের মানুষ।

Published on: আগ ৩১, ২০২০ @ ২২:১৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

51 + = 55