কোথায় যাচ্ছিল এতগুলি গরু

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-কৃষ্ণা দাস 

Published on: অক্টো ২৭, ২০১৮ @ ২০:১৮

এসপিটি নিউজ, শিলিগুড়ি, ২৭ অক্টোবরঃ এক সাথে এতগুলি গরু দেখে সন্দেহ হয় সীমান্তের জওয়ানদের।ইন্দো-নেপাল সীমান্তে আসতেই তারা গরুগুলি আটক করে। সুযোগ বুঝে রাতের অন্ধকারে গা ঢাকা দেয় পাচারকারীরা।শিলিগুড়ি লাগোয়া নেপাল সীমান্তে এমন ঘটনায় সতর্ক হয়ে যায় জওয়ানরা।

এসএসবি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে এসএসবি’র বি কোম্পানির সুখানি ক্যাম্পের এসআই জিডি দিলবর সিংহের নেতৃত্বে ১৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা শিলিগুড়ি লাগোয়া ভারত নেপাল সীমান্তে অভিযান চালায়।সেই সময় তাদের নজরে আসে বেআইনিভাবে নেপাল থেকে ভারতে নিয়ে আসা হচ্ছে গরুগুলি। চটজলদি জওয়ানরা পাচার হওয়া গরুগুলি আটক করে।

এখন প্রশ্ন উঠছে, এক সঙ্গে এতগুলি গরু কোথায় যাচ্ছিল? উদ্ধার হওয়া গরুগুলির বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। প্রাথমিক তদন্তে জওয়ানদের অনুমান, গরুগুলি সম্ভবত বাংলাদেশে নিয়ে যাওয়া হচ্ছিল।

Published on: অক্টো ২৭, ২০১৮ @ ২০:১৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 2