জাতীয় পর্যটন পুরস্কারঃ দেশের সেরা পর্যটক বন্ধু বিমানবন্দর শিরোপা জিতেছে কলকাতা

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ২৯, ২০২২ @ ০০:২২
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২৮ সেপ্টেম্বর: করোনা মহামারীর জন্য দীর্ঘ দুই বছর জাতীয় পর্যটন পুরস্কার প্রদান বন্ধ ছিল। ফলে গত এই পুরস্কার দেওয়া হয়নি। তাই ২০১৮-’১৯ সালের পুরস্কার প্রদান করেছে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক। পর্যটনের বিভিন্ন ক্ষেত্রে এই পুরস্কার প্রদান করা হয়েছে। সেই মতো দেশের দশম শ্রেণীর (মেট্রো) শহরের সেরা পর্যটক বন্ধু বিমানবন্দর শিরোপা জিতেছে কলকাতা বিমানবন্দর।কলকাতার এই সম্মানে খুশি রাজ্যের সমস্ত পর্যটন প্রিয় মানুষ। ট্রাভেল এজেন্টস ফেদারেশন অব ইন্ডিয়া বা টাফি’র চেয়ারম্যান(পূর্ব) অনিল পাঞ্জাবি এই খবরে রীতিমতো উচ্ছ্বসিত। এসপিটি-কে তিনি বলেছেন, এটা কলকাতার বাসিন্দা হিসাবেই শুধু নয়, সারা দেশের কাছে মাথা উঁচু করার মতো খবর। কলকাতা বিমানবন্দর যাত্রীদের জন্য কততা ভাবে, এটা তারই ফল।

অনিল পাঞ্জাবি বলেন-“ কলকাতা বিমানবন্দর এখন আরও বেশি সচল। প্রতিদিন এখান থেকে একাধিক আন্তর্জাতিক ও দেশের ভিতরের বিমান ওঠানামা করে। এখানে যাত্রিদের কথা গুরুত্ব দিয়ে ভাবা হয়। যাত্রীদের যাতে কোনও সমস্যায় পড়তে না হয় সেজন্য সমস্ত রকমের ব্যবস্থা করে থাকে বিমানবন্দর কর্তৃপক্ষ। যাত্রী স্বাচ্ছ্যন্দের কথা মাথায় রেখে এখানে কাজ করা হয়। এটা এখানকার এক বড় বৈশিষ্ট্য।এই পুরস্কার তারই বড় ফল বলেমাই মনে করি।”

পর্যটন মন্ত্রক এই পুরস্কার প্রদান করে কলকাতা বিমানবন্দর সম্পর্কে কিছু লাইন লিখেছে। তারা উল্লেখ করেছে- পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের প্রবেশ দ্বার, নেতাজী সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমান বন্দর (এনএসসিবিআই)কলকাতা ১৯০০ দশকের শুরুতে ভারতের পূর্ব প্রান্তে নিজের কর্মকাণ্ডের অবস্থানের কারণে বিখ্যাত হয়েছে। যাত্রীদের জন্য প্রয়োজনীয় সুবিধা ছাড়াও ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের কলকাতা বিমানবন্দর আসা-যাওয়া করা যাত্রীদের মধ্যে ‘স্থানের ভাবনা’ গেঁথে দেওয়ার চেষ্টা করে থাকে। বিমানবন্দরে স্থাপিত কলাকুশলীদের মাধ্যমে রাজ্যের বিশিষ্ট পরিচিতি এবং সংস্কৃতির বিষয়ে নজর দিয়ে , তারা শুধু প্রতিদিন গ্রাহকের অভিজ্ঞতাকে আরও সুন্দর করার দিকেই নজর দেয় না, এলাকার সংস্কৃতি ও পরম্পরাকেও গুরুত্ব দিয়ে থাকে।

Published on: সেপ্টে ২৯, ২০২২ @ ০০:২২


শেয়ার করুন