পর্যটকদের খুলে দিতেই আজ থেকেই গাড়ির লম্বা লাইন পড়ে গেল হিমাচলের এই পাহাড়ি তুষার শহরে

দেশ ভ্রমণ
শেয়ার করুন

মানালি ও রোটাং পাসের মাঝে অবস্থিত অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেরা এই তুষারাবৃত শহর মারহি

Published on: মে ৫, ২০১৯ @ ১৭:৫৬

এসপিটি নিউজ, সিমলা, ৫ মেঃ গ্রীষ্মের শুরুতেই একে একে খুলে দেওয়া হচ্ছে হিমালয়ের তুষারাবৃত বিভিন্ন এলাকাকে। ইতিমধ্যেই চারধামের যাত্রা শুরু হওয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আজ থেকে খুলে দেওয়া হল হিমাচল প্রদেশের এই তুষারাবৃত শহরও।

প্রথম দিনেই পর্যটকদের গাড়ির লম্বা লাইন

1) মানালি ও রোটাং পাসের মাঝে অবস্থিত অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেরা এই তুষারাবৃত শহর মারহিকে ঘিরে পর্যটকদের উৎসাহ কিন্তু চোখে পড়ার মতো। আজ প্রথম দিনেই ভিড় লক্ষ্য করা গিয়েছে। হিমশৈলী এই ছোট্ট শহরটি পাহাড়ের বুক চিড়ে চলে গিয়েছে।

2) প্রথম দিন অনেকেই বরফের দেখা পেয়েছেন। গাড়ি থামিয়ে বহু পর্যটকদের দেখা গিয়েছে বরফে মোড়া এই পাহাড়ি উপত্যকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। এই স্থানটি আসলে ট্রেকিং-এর জন্য বিখ্যাত। যারা অ্যাডভেঞ্চার ট্যুরিজম করতে আগ্রহী তারাই মানালি থেকে এখানে আসেন। কোঠি থেকে শুরু হয় ট্রেক। সামনেই হাতছানি দিয়ে ডাকছে তুষার শোভিত পর্বত।

3) ট্রেক করে আবার মানালি ফিরে যাওয়া যায়। আজ রবিবার সকাল থেকেই ছিল মারহিতে পর্যটকদের ভিড়। স্থানটি আজ পর্যটকদের উন্মুক্ত হতেই কেউ সেই সুযোগ ছাড়েননি। সকলেই গাড়ি নিয়ে হাজির হয়ে যান হিমাচল প্রদেশের এই মনোরম পাহাড়ি শহরে।

Published on: মে ৫, ২০১৯ @ ১৭:৫৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

58 + = 63