
Published on: নভে ২০, ২০১৮ @ ২১:৩০
এসপিটি নিউজ, কলকাতা, ২০ অক্টোবরঃ এখনও মেয়র পদ থেকে ইস্তফা দেননি কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। তবে মন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কালই মেয়র পদ থেকে ইস্তফা দিতে বলেছেন। আর এসব নিয়েই প্রতিক্রিয়া জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, হাঁফ ছেড়ে বাচল কলকাতার মানুষ। ওনার অনেক আগেই ইস্তফা দেওয়া উচিত ছিল। উনি কেন যে এতদিন ছিলেন, কার দয়া ছিলেন তিনি? প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ। এরপর তাকে প্রশ্ন করা হয়ে আপনাদের দলের দরজা কি খোলা। জবাবে দিলীপ ঘোষ বলেন, আমাদের দলের দরজা সবসময় খোলা। তবে যাকে-তাকে তো নেওয়া যায় না। যোগ্য লোককেই নেয় বিজেপি।
Published on: নভে ২০, ২০১৮ @ ২১:৩০