মন্ত্রী পদের ইস্তফা গ্রহণ করে বিরক্ত মুখ্যমন্ত্রী শোভনকে মেয়র পদ থেকে ইস্তফা দিতে নির্দেশ দিলেন

Main রাজ্য
শেয়ার করুন

Published on: নভে ২০, ২০১৮ @ ২০:৫৭

গত বেশ কয়েক মাস ধরেই যে পরিস্থিতি তৈরি হচ্ছিল আজ তা প্রকাশ্যে চলে এল। বিধানসভায় বিরোধীদের এক প্রশ্নের জবাবে শোভন চট্টোপাধ্যায়ের দেওয়া তথ্য নিয়ে বিরক্তি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা থেকেই মনোমালিন্য। এরপর নবান্নে গিয়ে ইস্তফা দেন তিনি। মুখ্যমন্ত্রী সেই ইস্তফা গ্রহণ করে তা পাঠিয়ে দেন রাজ্যপালের কাছে।

কি হয়েছিল? জানা গেছে, এদিনি বিধানসভায় অধিবেশন চলছিল। সেখানে বিরোধী দলের পক্ষ থেকে তৎকালীন আবাসন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের কাছে প্রশ্ন করা হয়ে কতজন পেয়েছেন আবাসন প্রকল্পে বাড়ি। শোভন জানান ২৫ লক্ষ। এইসময় ঠিক পিছনে বসা মুখ্যমন্ত্রী মাথা নাড়ছিলেন। বোঝা যাচ্ছিল তিনি এই জবাবে বেশ বিরক্ত। তিনি শোভনকে থামিয়ে বলেন সংখ্যাটা ২৫ লক্ষ নয় হবে ৪০ লক্ষ। এর পর মুখ্যমন্ত্রী শোভনের উপর অসন্তুষ্ট হন। তিনি নিজের ঘরে চলে যান। সেখানে তাঁর পিছন পিছন চলে যান শোভনও। সেখানে শোভনকে তিরস্কার করেন মুখ্যমন্ত্রী

এরপর সেখান থেকে নবান্নে পৌঁছন শোভন চট্টোপাধ্যায়। সেখানে দমকলের একটি অনুষ্ঠান ছিল।দেখা যায় সেই অনুষ্ঠানের মঞ্চেও মুখ্যমন্ত্রীর সঙ্গে বাকবিতন্ডায় জড়াতে। যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মলয় দে, পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম সহ অনেকেই। দেখা যায় মুখ্যমন্ত্রীকে শোভনের প্রতি বিরক্তি প্রকাশ করতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “এর আগে একাধিকবার ইস্তফা দিতে চেয়েছিল। বারে বারে তাকে বোঝানো হয়েছিল। কিন্তু ও তা বোঝেনি। আজ ওর ইস্তফা গ্রহণ করা হয়েছে। ওকে কালই মেয়র পদ থেকে ইস্তফা দিতে বলা হয়েছে।” ছবি- জি ২৪ ঘণ্টা

Published on: নভে ২০, ২০১৮ @ ২০:৫৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

77 − = 72