‘পুরনো সেই দিনের কথা’ আজও সমানভাবে টানে

রাজ্য
শেয়ার করুন

সরস্বতী পুজোর স্মৃতি নিয়ে বিশেষ প্রতিবেদনটি লিখেছেন

সম্রাট তপাদার

Published on: জানু ২২, ২০১৮ @ ২৩:০৩

সময় খুব তাড়াতাড়ি অতিবাহিত হয়।আজ থেকে ২২ বছর আগের ছাত্র জীবনের সেই সময় এজীবনে আর কোনওদিন ফিরে আসবে না।কারণ ছাত্র-জীবনের বাধ্যবাধকতা, দায়বদ্ধতা পেরিয়ে এখন সামাজিক ও পারিবারিক দায়িত্ব বেড়েছে।

তাই ফিরে দেখার আর সময় নেই।তাই সরস্বতী পুজোর দিন, থুড়ি বাঙালির ভ্যালেন্টাইন-ডে’র দিন ‘পুরনো সেই দিনের কথা’ আমাকে আজও সমানভাবে টানে।কারণ সরস্বতী পুজো মানে আমার কাছে নো পড়াশুনা, জমিয়ে শুধুই আড্ডা।যাকে সামনে রেখে প্রথম চাঁদা তোলা, প্রথম প্যাণ্ডেলে খড় পেতে রাত জাগা, প্রথম সিগারেটে টান, প্রথম ভাড়ে চুমুক, প্রথম কাউকে দেখে ভালো লাগা….

বলবো কি বলবো না একটু ভাবা, শেষমেশ ভয়ডর দূর করে তাকে নিয়ে ফুচকা খাওয়া।

সরস্বতী পূজো মানে সকাল থেকে উপোষ থেকে পুষ্পাঞ্জলি দিয়ে মায়ের কাছে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার আকুল মিনতি, মায়ের কাছ থেকে হাত-খরচা নেওয়া, দধিকর্মা অর্থাৎ খই-দই খাওয়া।

বিসর্জনেও পাড়ার মোড়ে ভ্যানে ঠাকুর রেখে একপ্রকার রাস্তা অবরোধ করে নাচের সঙ্গে চেটেপুটে আনন্দ উপভোগ করা।

একেবারে শেষলগ্নে সন্ধ্যাবেলা সঙ্গীতানুষ্ঠানে একটু গান-এরই মধ্যে খুঁজে পাওয়া একটু প্রাণ।

আজ ভিড়ের মধ্যে হারিয়ে গেছে সব কিছু।স্মৃতিগুলি বড্ড মনে পড়ে….

Published on: জানু ২২, ২০১৮ @ ২৩:০৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

30 − = 27