নেপালে হিমবাহে স্থানীয় গাইডের মৃত্যু, নিখোঁজ ডাচ ট্রেকার

Main বিদেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: মার্চ ৯, ২০১৯ @ ১১:০০

এসপিটি নিউজ, কাঠমান্ডু, ৯ মার্চঃ ট্রেকিং করে ফেরার পথে নেপালে প্রবল হিমাবাহের মুখে পড়ে মৃত্যু হয়েছে স্থানীয় এক গাইডের। নিখোঁজ নেদারল্যান্ডের এক ট্রেকার।ঘটনাটি ঘটেছে নেপালের কাঙ্গদি উপত্যকায় মানাং-এর নিজাং গ্রামে।নেপালের ONLINE KHABOR সূত্রেএই খবর মিলেছে।

পাঁচদিন আগে শেষ দেখা গেছে ভিনসেন্টকে

১) মৃত ওই গাইডের নাম অজয় ধাকাল। নিখোঁজ ডাচ ট্রেকারের নাম ভিনসেন্ট ব্লুম।পুলিশ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে।তবে আবহাওয়ার যা অবস্থা তাতে অনুসন্ধান কাজ চালাতে খুব অসুবিধার মুখে পড়তে হচ্ছে তল্লাশি চালানো দলকে।

২) নেদারল্যান্ডের ওই ট্রেকার ভিনসেন্ট ব্লুম হিমালয়ে ঘেরা নেপালের প্রাকৃতিক সৌন্দর্যের টানে ট্রেকিং করতে আসে নেপালে। মাং-এর নিজাম গ্রামের কঙ্গদি উপত্যকায় তারা প্রবল হিমাবাহের মুখে পড়েছিল। জেলা পুলিশের এক ইনস্পেক্টর অদিত কুমার ভিক নেপালের ONLINE KHABOR-কে বলেন- শুক্রবার সন্ধ্যায় স্থানীয় গাইড ধাকালের মৃতদেহ তারা উদ্ধার করেছে।

৩)তবে ওই স্থানীয় গাইড অজয় ধাকাল ও ডাচ ট্রেকারকে এক সঙ্গে শেষ বার দেখা গেছিল পাঁচদিন আগে গত ৪ মার্চ সোমবার। মানাং থেকে তারা ফেরার সময় সেখানে একটি জায়গায় তারা মেঝেতে পড়েছিল। কিন্তু এরপর তাদের আর এক সঙ্গে দেখা যায়নি। শুধু ধাকালের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।ছবি-প্রতিকী

Published on: মার্চ ৯, ২০১৯ @ ১১:০০

 

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

50 − 47 =