চিনের জাতীয় দিবসে ছুটির দিনে ৯ শতাংশ হারে পর্যটন রাজস্ব বাড়ছে

Main অর্থ ও বাণিজ্য বিদেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: অক্টো ৮, ২০১৮ @ ২৩:৩৭

এসপিটি নিউজ ডেস্কঃ শুধুমাত্র নিজেদের দেশের জাতীয় দিবসের ছুটির দিনেই পর্যটন রাজস্ব আকাশচুম্বী, ভাবা যায়! চিনে এমনটাই ঘটেছে। তাদের জাতীয় দিবসের ছুটির দিনের সপ্তাহে পর্যটন ব্যবসায় রাজস্ব আদায় হয়েছে ৫৯৯ বিলিয়ন ইউয়ান অর্থাৎ ৮৭বিলিয়ন ডলার। আর এটা এসেছে শুধুমাত্র তদের নিজেদের দেশের আন্তঃদেশীয় পর্যটন ক্ষেত্র থেকে। সোমবার চিনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রনালয় থেকে একথা জানানো হয়েছে। এমন খবর প্রকাশ করেছে চিনের জাতীয় সংবাদপত্র চায়নাডেইলিতে।

প্রতি বছর এই রাজস্বের পরিমান ৯.০৪ শতাংশ হারে বেড়ে চলেছে। জানায় ওই মন্ত্রণালয়। আরও জানা গেছে চিনা পর্যটকদের মধ্যে ৭২৬মিলিয়ন মানুষ যায় পার্ক, সিনিক স্পট, মিউজিয়াম, কন্সার্টস এবং অন্যান্য কার্যক্রমে পর্যটকদের ভিড় বাড়ে। যা গত কয়েক বছরের চেয়ে ৯.৪৩ শতাংশ বেড়েছে।

ছবি-ট্যুইটার

Published on: অক্টো ৮, ২০১৮ @ ২৩:৩৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

56 − 46 =