শালবনীর নতুন স্টেডিয়ামে ফুটবলের কেরামতি দেখালেন এলাকার প্রতিভাবানরা

খেলা রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                                                  ছবি-বাপন ঘোষ

Published on: আগ ৩১, ২০১৮ @ ২০:৩৮

এসপিটি নিউজ, শালবনী, ৩১ আগস্টঃ রাজ্যজুড়ে খেলাধুলার পরিবেশ গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার। প্রতিটি জেলাতেই শুরু হয়েছে খেলাধুলোর প্রতিযোগিতা। মেদিনীপুর সদর মহকুমাজুড়ে শুরু হইয়েছিল ফুটবল লীগ। যা নিয়ে গোটা মহকুমাজুড়েই এক নতুন উৎসাহে গা ভাসিয়েছিলেন একালাকার প্রতিভাবান খেলোয়াড়রা।আজ শুক্রবার শানবনীর কৈমাতে নতুন স্টেডিয়ামে চূড়ান্ত ম্যাচে শালবনীর জগন্নাথপুর প্রকাশ একাদশ চ্যাম্পিয়ন হয়ে ফুটবলের উত্তেজনা মহকুমায় আরও বাড়িয়ে দিল।

মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে দ্বিতীয় বিভাগীয় ফুটবল লীগ শুরু হয়েছিল ১৯শে জুলাই। টানা দেড়মাস ধরে ৩২টি দল লীগে অংশ নেয়। আজ ছিল চূড়ান্ত পর্বের ম্যাচ।যে ম্যাচে মুখোমুখি হয়েছিল শালবনীর জগন্নাথপুর প্রকাশ একাদশ ও শালবনী খেলোয়াড় ফুটবল একাদেমি।নির্ধারিত সময়ে ২-১ ফলাফলে ম্যাচ জেতার পাশাপাশি লীগ খেতাব জিতে নেয় প্রকাশ একাদশ।জয়ী দলের হয়ে দু’টি গোল করেন তপন মান্ডি ও বিষ্ণু রাই।শালবনীর হয়ে বাবলু হেমব্রম ১টি গোল করেন। দেড় মাস ধরে ফুটবলের যে কেরামতি দেখালেন এলাকার প্রতিভাবান খেলোয়াড়রা তা দেখে মুগ্ধ প্রবীণ ফুটবলাররাও।

খেলার উদ্বোধনী এবং পুরস্কার  বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ , বিধায়ক শ্রীকান্ত মাহাতো, এস.ডি.ও দীননারায়ণ ঘোষ, পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি নেপাল সিংহ, ডি. এস.পি অপারেশন অতীশ বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক বিনয় দাসমাল সহ এলাকার বিশিষ্টজনেরা এবং জেলার ক্রীড়া ক্ষেত্রের কর্মকর্তারা।

প্রথম বিভাগীয় ফুটবল লীগের চ্যাম্পিয়ন শ্রীদাম একাদশ এবং রানার্স ক্ষুদিরাম নগর সুভাষ কর্নার ক্লাবের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। যুবকল্যান দফতর থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৩৯ টি দলকে ফুটবল প্রদান করা হয়।পাশাপাশি রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় ( অ্যাথলেটিক ) মহকুমার সফল প্রতিযোগী- আভা খাটুয়া, জয়দেব দে, রুম্পা রাউল, তন্ময় ঘোষ, নীলেশ মাহাত, এবং দীপশ্রী মুদিকে পুরস্কৃত করা হয় এদিন।

মহকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সঞ্জিত তোরই এবং সন্দীপ সিংহ প্রতিযোগিতা সুস্থভাবে সম্পন্ন হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান।

Published on: আগ ৩১, ২০১৮ @ ২০:৩৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 75 = 79