পশ্চিমবঙ্গে কোন লোকসভা কেন্দ্রে কবে ভোট জেনে নিন

দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: মার্চ ১০, ২০১৯ @ ২৩:৩০

এসপিটি নিউজ, নিউ দিল্লি, ১০ মার্চঃ এবারই প্রথম পশ্চিমবঙ্গে সাত দফায় নির্বাচন হতে চলেছে। মনোনয়ন জমা দেওয়া শুরুতে চলেছে ১৮ই মার্চ। শেষ হবে ২৫শে মার্চ। ভোট গ্রহণ শুরু হবে ১১ই এপ্রিল। চলবে মে মাসের ১৯ তারিখ পর্যন্ত। মোট সাত দফায় সারা দেশে ষোড়শ লোকসভা নির্বাচন হতে চলেছে। সারা দেশে পশ্চিমবঙ্গ আর বিহারেই একমাত্র সাত দফায় নির্বাচন হবে। বাকি রাজ্যগুলিতে কোথাও এক দফা কোথাও দুই, তিন, চার, পাঁচ কিংবা ছয় দফায় হবে। বিহারে ৪০ এবং পশ্চিমবঙ্গে ৪২টি আসনে ভোট হবে।

মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনা জেলায় দু’দফায় ভোট

আজ দিল্লিতে বিজ্ঞান ভবনে ষোড়শ লোকসভা ভোতের নির্ঘণ্ট ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। সেখানে তিনি বলেন- নির্বাচন প্রক্রিয়া অবাধ ও সুষ্ঠু ভাবে করা উদ্দেশ্যেই দেশে সাত দফায় ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এবার দেশের ৯০ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যার মধ্যে দেড় কোটি নতুন ভোটার রয়েছে।

পশ্চিমবঙ্গে মোট সাত দফায় ভোট হবে। তার মধ্যে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, নদিয়া, বীরভূম, বর্ধমান পূর্ব ও বর্ধমান পশ্চিম, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা,ঝাড়গ্রাম ও কলকাতায় এক দফায় ভোট গ্রহণ হবে। মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগননায় দু’দফায় হবে।

রাজ্যের কোথায় কবে ভোট

  • প্রথম দফা ১১ই এপ্রিল
  • ভোট গ্রহণ হবে কোচবিহার (এসসি) ও আলিপুরদুয়ার (এসটি) লোকসভা কেন্দ্রে।
  • দ্বিতীয় দফা ১৮ই এপ্রিল
  • জলপাইগুড়ি (এসসি), দার্জিলিং ও রায়গঞ্জ
  • তৃতীয় দফা ২৩শে এপ্রিল
  • বালুরঘাট, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ
  • চতুর্থ দফা ২৯শে এপ্রিল
  • বহরমপুর,কৃষ্ণনগর, রানাঘাট (এসসি),বর্ধমান পূর্ব(এসসি),বর্ধমান-দুর্গাপুর,আসানসোল,বোলপুর(এসসি),বীরভূম
  • পঞ্চম দফা ৬ই মে
  • বনগাঁ(এসসি), বারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, আরামবাগ
  • ষষ্ঠ দফা ১২ই মে
  • তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম(এসটি), মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর(এসসি)
  • সপ্তম দফা ১৯শে মে
  • দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর(এসসি), মথুরাপুর(এসসি), ডায়মন্ডহারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ,কলকাতা উত্তর।

Published on: মার্চ ১০, ২০১৯ @ ২৩:৩০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

66 + = 74