প্রিয়া প্রকাশের বিরুদ্ধে সব FIR খারিজ করে দিল সুপ্রিম কোর্ট

দেশ
শেয়ার করুন

Published on: আগ ৩১, ২০১৮ @ ১৬:৩৫

এসপিটি নিউজ ডেস্কঃ নিজের আকর্ষণীয় চোখে সারা দেশে হইচই ফেলে দেওয়া অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়র অবশেষে চিন্তা মুক্ত হল। সুপ্রিম কোর্ট আজ প্রিয়া প্রকাশের বিরুদ্ধে মহারাষ্ট্র ও তেলেঙ্গানায় দায়ের হওয়া এফআইআর খারিজ করে দিয়েছেন। আদালত সেই সঙ্গে এটাও জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতে প্রিয়া প্রকাশ ও তাঁর আত্মপ্রকাশ হওয়া ছবি ‘অরু অদার লভ’-এর সঙ্গে যুক্ত কারও বিরুদ্ধে যেন আর এফআরআই দায়ের না করা হয়।

মামলার শুনানি চলার সময় প্রধান বিচারপতি দীপক মিশ্র সহ অপর দুই বিচারপতি বলেন, কোনও সুফি গানের উপর দৃশ্যায়ন করা একটি গানের দৃশ্যে চোখ মারায় মুসলিম সম্প্রদায়ের কিছু লোকের ধর্মীয় বিশ্বাসে কিভাবে আঘাত লাগতে পারে।

আদলত দুটি এফআইআর খারিজ করে বলেন, চোখ মারার পিছনে প্রিয়া প্রকাশ ওয়ারিয়রের কোনও অসৎ উদ্দেশ্য ছিল না।এমনকী তাঁর এমনটা করার পিছনে কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়াও উদ্দেশ্য ছিল না। এর ফলে তাঁর বিরুদ্ধে ভারতীয় ফৌজদারী দন্ডবিধির ২৯৫-এ ধারা অনুযায়ী অপরাধী বানানো উচিত নয়।

Published on: আগ ৩১, ২০১৮ @ ১৬:৩৫

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 6