বড় মা-এর দর্শন ও ছবি তোলার ভিড় সামলাতে নাজেহাল পুলিশ-স্বেচ্ছাসেবকরা

কোভিড-১৯ দেশ ধর্ম ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, নৈহাটি, ৫ নভেম্বর : গত বছর করোনা মহামারীর কারণে নৈহাটির কালীপুজোয় জাঁকজমকে ভাটা পড়েছিল। তবে এবছর পরিস্থিতির উন্নতি হওয়ার পর করোনা বিধি মেনে পুজোর অনুমতি দেয় সরকার। আর তাতেই ফের পুরনো চেহারায় নৈহাটির কালীপুজো। এই কালীপুজোর সবচেয়ে বড় আকর্ষণ বড় মা কালী। বড় মা –কে দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থী আসা শুরু করে দিয়েছে। বড় মা দর্শন আর তাঁর একটি ছবি তোলার জন্য উপছে পড়েছে ভিড়। সেই ভিড় সামলাতে নাজেহাল স্বেচ্ছাসেবক থেকে পুলিশ সকলেই।

এবার ৯৪ বছরে পড়ল এই পুজো। একুশ ফুট উচ্চতার বড় মা-কে সর্বলঙ্কারে ভূষিত হন। প্রতি বছর পুলিশ প্রহরায় মা-কে সোনা ও রূপোর অলঙ্কারে সাজানো হয় । বিসর্জনের সময় মা-কে ফুলের অলঙ্কারে সাজানোর রীতি চলে আসছে। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে –এবার করোনার কথা মাথায় রেখে তারা সাবধানতা নিয়েছে। এবার অঞ্জলি ভার্চুয়ালি করা হয়েছে। দন্ডি কাটার বিষয়টি এবার বাদ রাখা হয়েছে। সারিবদ্ধভাবে প্রতিমা দর্শনের ব্যবস্থা রেখেছেন তারা।

আজ বেলা ১২টা নাগাদ যখন এই প্রতিবেদক খবর সংগ্রহের জন্য নৈহাটি অরবিন্দ রোডে পৌঁছন তখন সেখানে দর্শনার্থীদের লম্বা লাইন। তারা সকলেই বড় মা-কে দর্শন করতে চান। সেই সঙ্গে তুলতে চান ছবিও। প্রথমে এই প্রতিবেদকও বুঝতে পারেনি লাইনটা দর্শন না কি পুজোর প্রসাদ সংগ্রহের। কিন্তু মন্ডপের সামনে উপস্থিত হওয়ার পর মিলল জবাব। মন্ডপের দুই দিক অর্থাৎ নৈহাটি স্টেশনের দিক থেকে আসার পথ এবং নৈহাটি ফেরি ঘাট থেকে আসার পথ বাঁশ দিয়ে আটকে দেওয়া হয়েছে। রাস্তার পাশ দিয়ে করা হয়েছে লাইনের ব্যবস্থা।

সেই লাইনে উপছে পড়ছে ভিড়। লাইনও বেশ দীর্ঘ। একদিকে নৈহাটি স্টেশনের সামনে থেকে শুরু হয়েছে। মাইকে পুজো কমিটির পক্ষ থেকে সমানে ঘোষণা করা হচ্ছে যে যারা বড় মা-কে দর্শন করতে চান তারা যেন লাইনে দাঁড়ান। লাইন ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। সকলে করোনা বিধি মেনে চলুন। কেউ ঠেলাঠেলি করবেন না। ছবি তোলার জন্য কেউ দাঁড়িয়ে পড়বেন না। অযথা ভিড় করবেন না।

দেখা গেল, সেখানে উপস্থিত স্বেচ্ছাসেবক, সিভিক ভল্যান্টিয়ার থেকে শুরু করে পুলিশ সকলেই ভিড় সামলাতে ব্যস্ত। তবে পুজো কমিটির লোকজন এবং পুলিশ প্রশাসন বড় মা-কে দর্শনের খুব সুন্দর ব্যবস্থা করেছেন। অন্যান্যবার যেরকম অবিন্যস্তভাবে মানুষ ধাক্কাধাক্কি করে দর্শন করে সেটা এবার হয়নি। করোনা বিধির কথা মনে রেখে লাইন দিয়ে বাঁশের ব্যারিকেডের মধ্য দিয়ে সারিবদ্ধভাবে দর্শনের ব্যবস্থা করা হয়েছে। যদিও মন্ডপের সামনে এসে ভিড় বাড়ছে। কারণ সেখানে লাইন থেমে যাচ্ছে ছবি তোলার জন্য।

বড় মা-এর পাশাপাশি অরবিন্দ রোডে একাধিক কালীপুজো হচ্ছে। সবই প্রায় দীর্ঘকায়। দেখে নিন সেই সমস্ত প্রতিমা।


শেয়ার করুন