
Published on: জানু ১০, ২০১৮ @ ২৩:৪৮
এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ১০ জানুয়ারি: তারা সকলেই স্থানীয় বাসিন্দা। জঙ্গলের পথে তাদের রোজকার যাতায়াত। কিন্তু সেই পথে যেতে গিয়ে তারা হকচকিয়ে যান। দেখতে পান বিশাল এক সাপ। খবর দেওয়া হয় বনকর্মীদের।
তারা এসে সাপটিকে ধরার প্রক্রিয়া শুরু করে। বেলপাহাড়ি থেকে প্রায় ৪০ কিমি দূরে কাঁকড়াঝোড়ের জঙ্গলে এই কাণ্ড ঘটে বুধবার দুপুরে। বনকর্মীরা জানান, সাপটি রক পাইথন।তিনজন বনকর্মী সাপটিকে ধরে নিয়ে যায়। এই সাপটিকে ঘিরে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।
Published on: জানু ১০, ২০১৮ @ ২৩:৪৮