জঙ্গলমহলে সিআরপিএফ কর্তাদের সঙ্গে বৈঠক রাজ্য পুলিশ প্রধানের, জানিয়ে দিলেন মাও অধ্যুষিত এলাকা নিয়ন্ত্রণে

দেশ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                ছবি-রামপ্রসাদ সাউ

Published on: জানু ১০, ২০১৮ @ ২৩:২৫

এসপিটি নিউজ, মেদিনীপুর, ১০ জানুয়ারিঃ আজ বুধবার রাজ্য পুলিশের প্রধান ডিজিপি সুরজিৎ পুরকায়স্থ জঙ্গলমহলের সুরক্ষা ব্যবস্থা পরিদর্শন করেন। তিনি সেখানে যেমন রাজ্য পুলিশের আধিকারিকদের সঙ্গে কথা বলেন ঠিক তেমনি সিআরপিএফ অফিসারদের সঙ্গেও দেখা করেন।তিনি আধিকারিকদের কাছে জঙ্গলমহলের সুরক্ষা ব্যবস্থায় তাদের অবদানের কথা স্বীকার করেন এবং তাদের কাজের প্রশংসা করেন।

বুধবার রাজ্য পুলিশের ডিজিপি সুরজিৎ পুরকায়স্থ হাজির হয়েছিলেন জঙ্গলমহলে।তিনি এদিন যান চেংশোলে বি-৫০ ব্যাটেলিয়ন পরিদর্শন করেন। সেখানে তাঁকে কম্যান্ড্যান্ট অমর সিং মিনা, দ্বিতীয় কম্যান্ড্যান্ট আর কে শর্মা ও এস কে বসু অভ্যররথনার সঙ্গে স্বাগত জানান। এদিন রাজ্য পুলিশের প্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন রাজীব কুমার মিশ্র (আইজি, পশ্চিমাঞ্চল), বাস্তব বৈদ্য (ডিআইজিপি, মেদিনীপুর), অলোক রাজোরিয়া (পুলিশ সুপার, পশ্চিম মেদিনীপুর), শচিন মক্কড় (অতিরিক্ত পুলিশ সুপার, পশ্চিম মেদিনীপুর), জগদীশ চন্দ্র মীনা (জেলাশাসক, পশ্চিম মেদিনীপুর), এ কে চতুর্বেদী (ডিআইজিপি,সিআরপিএফ, ওপিএস,মেদিনীপুর)। সুরজিৎবাবু এদিন জঙ্গলমহলের বর্তমান পরিস্থিতি নিয়ে সিআরপিএফ জওয়ানদের সঙ্গে শেয়ার করেন। সুরক্ষা সম্বন্ধীয় উপাদান সম্পর্কে পরামর্শ দেন। জওয়ান্দের সবরকমের সাহায্যের আশ্বাস দেন। পাশাপাশি তিনি জঙ্গলমহলে সিআরপিএফ-এর অবদানের কথা স্বীকার করে তাদের ভূমিকার প্রশংসাও করেন।

তার আগে এদিন রাজ্যের মাও অধ্যুষিত ৫ জেলার পরিস্থিতি নিয়ে আজ এক ম্যারাথন বৈঠক হয়ে গেল মেদিনীপুরের পুলিশ লাইনের সেফ হাউসে।যেখানে মাও অধ্যুষিত পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাকুড়া, পুরুলিয়া  ও বীরভুম এই পাচ জেলার পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি সুরজিত কর পুরকায়স্থ।বৈঠকে যোগ দেন সি আর পি’র আধিকারিকেরাও। দফায় দফায় প্রায়  সাড়ে ৩ ঘন্টার বৈঠক হয়।

বৈঠক শেষ এ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডিজি জানান, মাও অধ্যুষিত এলাকাগুলির পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সব কিছু নিয়ন্ত্রনে। পার্শ্ববর্তী দুটি রাজ্য ঝাড়খণ্ড এবং উড়িষ্যার সঙ্গে নিয়মিত বৈঠক হয়, একসাথে যৌথ অভিযান করি, পরিস্থিতি অনুযায়ী আমরা ব্যবস্থা নিই।পাশাপাশি সেভ ড্রাইভ সেভ লাইফে’র জেরে গত এক বছরে ১৫% দুর্ঘটনা কমেছে বলেও এদিন দাবি করেন তিনি।

Published on: জানু ১০, ২০১৮ @ ২৩:২৫

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

94 − = 89