ইসকন মায়াপুরে রাস পূর্ণিমা উৎসব শুরু ৯ নভেম্বর

Main দেশ ধর্ম ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: নভে ১, ২০২২ @ ১১:৫০

এসপিটি নিউজ, কলকাতা, ১ নভেম্বর: শ্রীধাম মায়াপুরে ইসকন মন্দিরে রাস পূর্ণিমা উৎসবের আয়োজন হতে চলেছে। এই মাসের ৯ তারিখ থেকে এই উৎসবের সূচনা হবে। চলবে ১১ নভেম্বর শুক্রবার পর্যন্ত। তিন দিন ধরে মহাসমারোহে যথাযথ রীতি নীতি ও মর্যাদার সঙ্গে এই উৎসব পালন করা হবে বলে ইসকন মায়াপুরের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইস্কন মায়াপুরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানিয়েছেন, দেশ-বিদেশের বিশেষজ্ঞ্ বিভিন্ন ভাষায় রাস লীলার তাৎপর্য ও মাহাত্ম্য আলোচনা করবেন। রাসপূর্ণিমা থেকে প্রতি সপ্তাহের শনিবার বিকেল চারটে থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত রাধামাধবকে হাতির পিঠে চাপিয়ে বর্ণাঢ্য সংকীর্তন শোভাযাত্রা হবে। এটা চলবে দোলপূর্ণিমা পর্যন্ত।

এই উৎসব ঘিরে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন। আলোকমালায় সাজিয়ে তোলা হচ্ছে গোটা মন্দির প্রাঙ্গন। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আগত সমস্ত তীর্থযাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয়ে সেদিকেও বিশেষ নজর রাখা হবে বলে জানানো হয়েছে।

Published on: নভে ১, ২০২২ @ ১১:৫০


শেয়ার করুন