বাবুঘাটে ‘বিবেক চেতনা উৎসবে’র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেচ্ছে জানালেন গঙ্গাসাগরযাত্রীদেরও

রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ১১, ২০১৮ @ ০০:১৪

এসপিটি নিউজ, কলকাতা, ১০ জানুয়ারিঃ স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষ্যে, রামকৃষ্ণ মঠ ও মিশনের সহযোগিতায় ১০থেকে ১২ জানুয়ারি ২০১৮ সালে রাজ্যের সমস্ত ব্লক, পুরসভা ও পুর-কর্পোরেশনে “বিবেক চেতনা উৎসব” উদযাপন করা হবে।

বুধবার কলকাতায় বাবুঘাটের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।তিনি বলেন,ঐক্য, শান্তি ও সম্প্রীতির জন্য স্বামী বিবেকানন্দ আমাদের কাছে অনুপ্রেরণা।উৎসবের মধ্য দিয়ে, আমরা সভ্যতা এবং ভ্রাতৃত্বের বার্তা চারিদিকে ছড়িয়ে দিতে চাই।মুখ্যমন্ত্রী আরও বলেন, শিকাগোতে স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক ভাষণের ১২৫তম বার্ষিকী উদযাপনের আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই উপলক্ষে উদ্বোধনের জন্য বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ১লক্ষ যুব সম্প্রদায় একত্রিত হবে।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, আমি আজ বাবুঘাট ক্যাম্পে গঙ্গাসাগর তীর্থযাত্রীদের সঙ্গে কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছি।গঙ্গাসাগর উৎসবে অংশগ্রহণের লক্ষ্যে লাখ লাখ লোক অংশ নিচ্ছে।সবাইকে আমার শুভেচ্ছা।

ছবি সৌজন্যে মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজ

Published on: জানু ১১, ২০১৮ @ ০০:১৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 2