
সংবাদদাতা-বাপ্পা মণ্ডল ছবি-বাপন ঘোষ
Published on: সেপ্টে ১৯, ২০১৮ @ ২০:৫৭
এসপিটি নিউজ, মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বরঃ ছাত্র-ছাত্রীদের ইলেকশন বিষয়ে সচেতন করে তুলতে তাদের মধ্যে জেলা পর্যায়ে ইলেকশন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পশ্চিম মেদিনীপুর জেলায় বুধবার এমন কর্মসূচী অনুষ্ঠিত হয় জেলাশাসকের দফতর ক্যাম্পাসে অবস্থিত মাল্টিপারপার্স বিল্ডি্ং-এর সভাঘরে। উদ্যোক্তা ছিলেন জেলা নির্বাচন দফতর।
এই প্রতিযোগিতায় প্রথম হয় শালবনী ব্লকের জয়পুর হাইস্কুলের সেক আজহারুল্লা ও অরিজিৎ মাহাত, দ্বিতীয় হয় গড়বেতা ৩ নং ব্লকের সারদাময়ী হাইস্কুলের ছাত্র প্রশান্ত ঘোষ ও আঁধার নয়ন হাইস্কুলের ছাত্রী পিউ ঘোষ, তৃতীয় হয় মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙা হাইস্কুলের ছাত্র সাহিল খাঁন ও ছাত্রী সোনাম খাতুন।
সফল প্রতিযোগীদের আগামী ২৫শে জানুয়ারি জাতীয় ভোটার দিবসে পুরস্কৃত করা হবে। কুইজে নির্বাচনী প্রক্রিয়ার বিভিন্ন বিষয়ের পাশাপাশি, ভারতের সংসদীয় গণতন্ত্র ও ভারতের সংবিধান বিষয়ক নানা প্রশ্ন করা হয়।
উপস্থিত ছিলেন ও সি ইলেকশান দীপ ভাদুড়ী,ডি এন ও এমজিএনআরএ মনমোহন ভট্টাচার্য্য, সর্বশিক্ষা মিশনের ডিডিপিও তাপস মহান্তি প্রমুখ। যোগ দিয়েছিল বিভিন্ন ব্লক ও পৌর এলাকার বাছাই স্কুলগুলি।
Published on: সেপ্টে ১৯, ২০১৮ @ ২০:৫৭