৫০-এ পা দিল গ্রামের বিদ্যালয়, এবার মিলতে চলেছে বিনামূল্যে চিকিৎসাও

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                                      ছবি-বাপন ঘোষ

Published on: সেপ্টে ২০, ২০১৮ @ ১৬:৩০ 

এসপিটি নিউজ,শালবনী,২০ সেপ্টেম্বরঃ একটা সময় ছিল যখন তাদের সামনে না ছিল শিক্ষাগ্রহণের সুযোগ না ছিল চিকিৎসা ব্যবস্থা।শালবনীর প্রত্যন্ত আদিবাসী গ্রাম রাধামোহনপুর এখন নতুনভাবে সেজে উঠছে। গ্রামের একমাত্র আদিবাসীদের জন্য স্কুলটি দেখতে দেখতে ৫০টি বছর পার করে দিল। আজ সেই স্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষ। সেই বিরল মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে গ্রামে এবার বিনামূল্যে চিকিৎসা পরিষেবা চালু হতে চলেছে।

শালবনীর ৩ নম্বর অঞ্চলের অন্তর্ভুক্ত সিদাডিহি গ্রাম সংসদের মধ্যে অবস্থিত রাধামোহনপুর গ্রাম। ১৯৬৯ সালে অলচিকি ও বাংলা ভাষায় শিক্ষাদানের ক্ষেত্র হিসেবে গড়ে ওঠে রাধামোহনপুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয়। সমাজের পিছিয়ে পড়া পরিবারগুলির শিশুদের শিক্ষা বিস্তারের জন্য এই অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় শিক্ষাদানের কাজ শুরু করে।অনুমোদন মেলে ১৯৭৩ সালে।আশপাশের মহাশোল পশ্চিম, সিদাডিহি, কেন্দডাঙ্গা, রাধামোহনপুর ও ভুগলুশোল মৌজার ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করে এই অলচিকি মাধ্যমের বিদ্যালয়ে।

বিদ্যালয়টির এবছর সুবর্ণজয়ন্তী বর্ষ। তাই সেই স্মৃতিকে স্মরণীয় করে রাখতে গ্রামে চিকিৎসা পরিষেবা প্রদানের ব্যবস্থা করা হচ্ছে।যা হতে চলেছে সম্পূর্ণ বিনামূল্যে।শালবনী নোট মুদ্রন প্রেসের উদ্যোগে ও ঐকান্তিক সহযোগিতায় দাতব্য হোমিওপ্যাথি চিকিৎসালয় করা হচ্ছে। সপ্তাহে দুই দিন করে মিলবে এই পরিষেবা।আগামী অক্টোবর মাস থেকে বিদ্যালয় প্রাঙ্গনে এই পরিষেবা প্রদান শুরু হবে বলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক তন্ময় সিংহ জানিয়েছেন।

Published on: সেপ্টে ২০, ২০১৮ @ ১৬:৩০

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

21 + = 22