তৃণমূল কংগ্রেসের ইস্তেহারকে ‘উগ্রপন্থীদের ইস্তেহার’ বলে কটাক্ষ করে মমতার বিরুদ্ধে তোপ দাগলেন দিলীপ ঘোষ

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা– বাপ্পা মন্ডল

ছবি-বাপন ঘোষ

Published on: এপ্রি ৮, ২০১৯ @ ২০:৪৩ 

এসপিটি নিউজ, মেদিনীপুর, ৮ এপ্রিলঃ সোমবার মেদিনীপুর স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত বিজেপির কর্মীসভায় দাঁড়িয়ে এক নাগাড়ে তৃণমূলকে আক্রমণ করে যান দলের রাজ্য সভাপতি ও প্রার্থী দিলীপ ঘোষ।তৃণমূল কংগ্রেসের ইস্তেহারকে এদিন তিনি ‘উগ্রপন্থীদের ইস্তেহার’ বলে কটাক্ষ করে বপ্লেন- “মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রধানমন্ত্রী হন তবে কাশ্মীর সত্যিই পাকিস্তানে চলে যাবে।”

“পাকিস্তান সমস্যা দূর করতে যাওয়া তৃণমুল সুপ্রিমোর কাছে দিবাস্বপ্ন”-দিলীপ

1) এরপর দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে বলেন-“তৃণমূলের ইস্তাহারে আবোল-তাবোল কথা বলা হয়েছে। পাকিস্তান সমস্যার সমাধানের কথা তুলে ধরা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙর, সিঙ্গুর সমস্যা দূর করতে পারেনি, সাম্প্রতিককালে নেট-টেট থেকে শুরু করে যাবতীয় সমস্যার সমাধান করতে পারেনি মমতার সরকার। তৃণমূল সুপ্রিমো এখন যদি পাকিস্তান সমস্যা দূর করতে যায় তাহলে সেটা দিবাস্বপ্নই থেকে যাবে।”

2) দলীয় কর্মীদের মাথা ঠান্ডা রেখে প্রচার চালাতে বলে বলেন-“আপনারা মাথা ঠান্ডা রেখে প্রচার চালান। মোদিজী আবার প্রধানমন্ত্রী হবেন। বিজেপি দ্বিতীয়বার সরকার গড়বে।” এরপর তৃণমূলকে উদ্দেশ্য করে বলেন-“তৃণমূল যত বেশি করে বিজেপি কর্মীদের উপর আক্রমণ করবে বিজেপি ততই বাড়বে।লাভবান হবে বিজেপি।”

Published on: এপ্রি ৮, ২০১৯ @ ২০:৪৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

97 − 94 =