ছাত্র-ছাত্রীদের সহনশীল হতে বললেন বিধানসভার অধ্যক্ষ

রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ১৯, ২০১৮ @ ২০:০৯

এসপিটি নিউজ,বারুইপুর, ১৯ সেপ্টেম্বরঃ  ছাত্র-ছাত্রীদের মধ্যে সহনশীলতার অভাব আছ, তা আনতে হবে। ক্লাসের ব্যাপারেও সচেতন হতে হবে-এমনই পরামর্শ দিলেন বিধানসভার অধ্যক্ষ তথা বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় । বুধবার সকালে বারুইপুর কলেজের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করে এই কথা বলেন তিনি । উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডঃ চঞ্চল কুমার মণ্ডল, পুরপ্রধান শক্তি রায়চৌধুরী-সহ অন্যরা ।

এদিন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, শিক্ষার উন্নয়নে রাজ্য সরকার অনেক কাজ করেছে। আরও কাজ হবে আগামিদিনে কলেজে। আরও স্মার্ট ক্লাস করতে হবে অধ্যাপক–অধ্যাপিকাদের । এদিন কলেজে ৩৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে নতুন সাইকেল স্ট্যান্ডের উদ্বোধন ও কলেজের পত্রিকা ‘দক্ষিণী’র উদ্বোধন করেন বিমানবাবু।

Published on: সেপ্টে ১৯, ২০১৮ @ ২০:০৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

54 − 46 =