সমাজের ঐক্য, মমতা ও সৌহার্দ্যের অটুট ঐতিহ্য স্নেহ মিলন অনুষ্ঠানঃ সর্দার মাল কাঁকরিয়া

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ৮, ২০২৫ at ১৯:৩০

এসপিটি নিউজ, কলকাতা, ৮ জানুয়ারি: কলকাতায় আজ স্নেহ সভা ও নববর্ষবিনন্দন অনুষ্ঠান পালিত হয়েছে। কাশীপুরে রামগোপাল ঘোষ রোডে অবস্থিত জৈন শিক্ষা কেন্দ্রে এদিন এই অনুষ্ঠানের আয়োজন করে শ্রী শ্বেতাম্বর স্থানকবাসী জৈন সভা। এই উপলক্ষে প্রজ্ঞাপাথ পুস্তকের আনুষ্ঠানিক প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপাথ পুস্তকের আনুষ্ঠানিক প্রকাশ করার সময় উপস্থিত হাজার হাজার মানুষের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে কলকাতার শ্রী শ্বেতাম্বর স্থানকবাসী জৈন সভার সভাপতি এবং বিখ্যাত শিল্পপতি ও সমাজসেবক শেঠ সর্দারমল কাঁকরিয়া বলেন –“এই অনুষ্ঠানের ঐতিহ্য অক্ষুন্ন রয়েছে। গত চল্লিশ বছর ধরে আমরা প্রতি বছর নববর্ষের শুভ আগমন উপলক্ষে দিনটি উদযাপন করি।“

এই উপলক্ষ্যে সোসাইটির প্রজ্ঞাপথ বইটি পণ্ডিত দুর্গা ব্যাস, হিংলাজ দান রতনু, রাজস্থান সরকারের তথ্য ও জনসংযোগ দফতরের রাজস্থান তথ্য কেন্দ্র কলকাতার সহকারী পরিচালক, বিখ্যাত শিল্পপতি সুরেন্দ্র বান্থিয়া সহ মহানগরের বিশিষ্ট ব্যক্তিদের দ্বারা প্রকাশ করা হয়।

এই উপলক্ষ্যে সোসাইটির প্রজ্ঞাপথ বইটি পণ্ডিত দুর্গা ব্যাস, রাজস্থান সরকারের তথ্য ও জনসংযোগ দফতরের কলকাতার সহকারী পরিচালক হিংলাজ দন রতনু, বিখ্যাত শিল্পপতি সুরেন্দ্র বান্থিয়া সহ মহানগরের বিশিষ্ট ব্যক্তিদের দ্বারা প্রকাশ করা হয়। বিধানসভার মন্ত্রী বিনোদ মিন্নি, জয় কাঁকরিয়া, ধর্মেন্দ্র জৈন, প্রদীপ  পাটওয়ার –এর হাত দ্বারা সম্পন্ন হয়েছিল।

এ উপলক্ষে হাজার হাজার প্রবাসী মাড়োয়ারি সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে সম্প্রদায়ের ঐক্য, স্নেহ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা দেন। মহানগরের গণমাধ্যমের বিশিষ্টজনরাও অংশ নিয়ে স্নেহ সভা ও নৈশভোজের সৌন্দর্য বাড়িয়ে দেন।

Published on: জানু ৮, ২০২৫ at ১৯:৩০


শেয়ার করুন