US OPEN 2018 : চেক তারকাকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে সেরেনা

খেলা বিদেশ
শেয়ার করুন

Published on: সেপ্টে ৫, ২০১৮ @ ১৮:৫৩

এসপিটি স্পোর্টস ডেস্কঃ দাঁড়াতেই পারলেন না চেক প্রজাতন্ত্রের তারকা খেলোয়াড় ক্যারোলিনা প্লিস্কোভা।ইউএস ওপেন-২০১৮-র প্রতিযোগিতায় ৬-৪, ৬-৩ স্ট্রেট সেটেই মার্কিন তারকা ছ’বারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস পরাজিত করেন প্লিস্কোভাকে।সেরেনা ঝড়েই কুপোকাত চেক তারকা।এই জয় দিয়েই ইউএস ওপেনের সেমিফাইনালে প্রবেশ করলেন সেরেনা।

প্লিস্কোভার সঙ্গে ম্যাচ দেখার জন্য এদিন গ্যালারি উপছে পড়েছিল। এই চেক তারকার কাছে ২০১৬ সালের সেমিফাইনালে মার্কিন মহাতারকা সেরেনা শেষ পর্যন্ত লড়াই করে পরাজিত হয়েছিলেন।

এদিন প্রথম সেটে ৩-১ গেমে এগিয়ে থাকার সময় সেরেনা বলেন-“আমি সবস্ময় ভালো খেলতে চাই।” তিনি আও বলেন-“আমি মনে করি, আপনারা ভালো মতোই জানেন, আমি ভালো খেওলতে পারি, সেটাই আমার কাছে হয়ে ওঠে সুসংবাদ।”

সম্ভাব্য চ্যাম্পিয়ন স্লোয়ায়ান স্টিফেন্সকে ৬-২,৫-৩ সেটে হারিয়ে প্রথম বার ইউএস ওপেনের সেমিফাইনালে পৌঁছলেন লাটভিয়ান অ্যনাস্তাসিজা সেভাসটোভা।

এদিনের ম্যাচে প্লিস্কোভা কিন্তু ১২টি ব্রেক পয়েন্ট হাসিল করে। কিন্তু সেরেনা তাঁর স্বাভাবিক ছন্দেই ম্যাচ বের করে নিতে সফল হন।

প্লিস্কোভা বলেন,” সেরেনা তাঁর প্রতিটি সার্ভের প্রথম ব্রেক পয়েন্ট হীট করছিলেন, যা তাঁর পক্ষে ফেরত পাঠানো খুব শক্ত হয়ে পড়ছিল।”

“এখন আমি ঠিক আছি কারণ, গত বছর আমার এক শিশু জন্মেছে। তাই আমি এখন খোলা মনে খেলতে পারছি। আমার নতু করে কিছু প্রমাণ করার নেই,” বলেন সেরেনা। ২০১৭ সালের ১ সেপ্টেম্বর তাঁর কন্যা অলিম্পিয়া জন্মগ্রহণ করে। তিনি সব চেয়ে বেশি বার ইউএস ওপেন টাইটেল জেতার রেকর্ড ভেঙে দিতে বদ্দপরিকর। এর আগে এই রেকর্ড রয়েছে ক্রিস এভার্টের।

Published on: সেপ্টে ৫, ২০১৮ @ ১৮:৫৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 1 =