মাঝেরহাট সেতু ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২, আগামীকাল জরুরী বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ৫, ২০১৮ @ ২০:০১

এসপিটি নিউজ, কলকাতা, ৫ সেপ্টেম্বরঃ মাঝেরহাট সেতু ভেঙে পড়ার ঘটনায় আরও একজনের মৃতদেহ উদ্ধার হল। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২। বুধবার সন্ধ্যায় দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে দাঁড়িয়ে জানিয়ে দেন আগামীকান নবান্নে দুপুর সাড়ে তিনটে নাগাদ জরুরী বৈঠক ডাকা হয়েছে। সেই সঙ্গে এই ব্রিজ মেরামতির জন্য তিনি স্থানীয় বাসিন্দাদের কাছে সহযোগিতার প্রার্থণা জানিয়েছেন।

এদিন মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে দাঁড়িয়ে জানিয়ে দেন, দুই মৃতের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। আহত ২৫ জনের মধ্যে গুরুতর আহতদের এক লক্ষ টাকা করে ও অল্প আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

এদিন এনডিআরএফ কর্মীরা জোর কদমে উদ্ধার কাজ চালাচ্ছেন। মুখ্যমন্ত্রী অবশ্য উদ্ধারকাজে এনডিআরএফ কর্মীদের পাশাপাশি পুলিশ ও স্থানীয় বাসিন্দাদেরও তিনি ধন্যবাদ জানান। সেইসঙ্গে এই দুর্ঘটনার বিষয়ে তিনি জানান, এখানে মেট্রো রেলের কাজ চলছিল। অনেকেই তাঁকে জানিয়েছেন-এখানে মেট্রোর কাজ চলার সময় ভূকম্প অনুভূত হয়েছিল। তবে ঠিক কি কারণে এই দুর্ঘটনা তা তদন্ত করে খিতিয়ে দেখা হবে। মুখ্যসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা সব দিক খতিয়ে দেখছি।

একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ” সারা দেশে এমন অনেক ব্রিজ আছে। তার মধ্যে বাংলায় এমন ব্রিজ বেশি আছে। কারণ, বাংলা নদীমাতৃক দেশ।নদীর উপর অনেক ব্রিজ আছে। এই ব্রিজ ৫৪বছর আগেকার। ছ’মাস অন্তর আমরা ব্রিজগুলির মনিটরিং করি। তবে আমরা সব দিক খতিয়ে দেখঝি। আমরা জোনও দিককে ছোট করে দেখতে চাই না। পুলিশ সংশ্লিষ্ট কতৃপক্ষের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এটা দুর্ভাগ্যজনক ঘটনা।

যদিও রেল বিকাশ নিগম প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে- এই দুর্ঘটনায় তাদের কোনও দায় নেই। এই ব্রিজ রক্ষণাবেক্ষণের দায়িত্ব সম্পূর্ণ ভাবেই রাজ্যের।

Published on: সেপ্টে ৫, ২০১৮ @ ২০:০১

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 4 =