LIVE UPDATE: ফিফা বিশ্বকাপ ২০১৮

খেলা বিদেশ
শেয়ার করুন

সেনেগালের জালে কলোম্বিয়ার গোল। ছবি-ফিফা

Published on: জুন ২৮, ২০১৮ @ ২২:২৬

এসপিটি স্পোর্টস ডেস্কঃ  শুরু হয়ে বিশ্বকাপ ২০১৮। রাশিয়ায় উদ্বোধনী ম্যাচে হয়ে গেল একাধিক রেকর্ড। উঠে এল অনেক তথ্য। থাকছে বিশ্বকাপের আরও খুঁটিনাটি খবর। সংবাদ প্রভাকর টাইমস গত এক মাস আগে থেকেই তুলে ধরেছে অনেক না জানা তথ্য। এবার থাকছে একেবারে লাইভ আপডেট। আমরা পাঠকের কাছে ফুটবলের জ্ঞানপাঠ দিতে চাই না। সেই ধৃষ্টতাও আমাদের নেই। আমরা চাই নতুনকে চেনাতে নতুনকে জানাতে।পাঠল এই কলমের মাধ্যমে জানতে পারবে বিশ্বকাপের নানা খবর। চলবে বিশ্বকাপের শেষ দিন পর্যন্ত।

উদ্বোধনী ম্যাচে রাশিয়া ৫-০ গোলে হারাল সৌদি আরবকে।

ম্যাচের ১২মিনিটে ইউরি গ্যাজিন্সকি গোল করে ২০১৮ ফিফা বিশ্বকাপের প্রথম গোলদাতা হিসেবে নিজের নাম লিখে রাখলেন।

এ পর্যন্ত স্পেনের বিরুদ্ধে ৪ মিনিটের মাথায় পেনাল্টিতে করা রোনাল্ডোর গোলই এবারের বিশ্বকাপে দ্রুততম গোল হিসেবে থাকছে।

উদ্বোধনী ম্যাচে দুই গোল করে রেকর্ড গড়লেন রাশিয়ান মিডফিল্ডার ডেনিশ চেরিশেভ। তিনি ম্যাচের ৪৩ মিনিট ও দ্বিতীয়ার্ধে ৯০+৪ মিনিটে গোল করেন।

প্রথম ম্যাচ হল মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে।

একনজরে সেনেগাল – কলোম্বিয়া ম্যাচ

সেনেগাল -০   কলোম্বিয়া-১

মিনা (৭৪মি.) 

ম্যান অফ দ্য ম্যাচ- জেরি মিনা (কলোম্বিয়া)

বল দখলে রেখেছে সেনেগাল ৪৩% আর কলোম্বিয়া দখলে রেখেছে ৫৭%।

সেনেগাল শট নিয়েছে ১০ আর কলোম্বিয়া নিয়েছে ১১।

সেনেগাল গোল লক্ষ্য করে শট নিয়েছে ৩ আর কলোম্বিয়া ২।

সেনেগাল কর্নার আদায় করেছে ৫ আর কলোম্বিয়া নিয়েছে ৭টি।

সেনেগাল ফাউল করেছে ১১ আর কলোম্বিয়া করেছে ৮।

একনজরে জাপান – পোল্যান্ড ম্যাচ

জাপান -০   পোল্যান্ড-১

বিদনারিক (৫৯মি.) 

ম্যান অফ দ্য ম্যাচ- জ্যান বিদনারিক(পোল্যান্ড)

বল দখলে রেখেছে জাপান ৫৪% আর পোল্যান্ড দখলে রেখেছে ৪৬%।

জাপান শট নিয়েছে ১০ আর পোল্যান্ড নিয়েছে ১১।

জাপান গোল লক্ষ্য করে শট নিয়েছে ৩ আর পোল্যান্ড ২।

জাপান কর্নার আদায় করেছে ৫ আর পোল্যান্ড নিয়েছে ৭টি।

জাপান ফাউল করেছে ১১ আর পোল্যান্ড করেছে ৮।

একনজরে সুইৎজারল্যান্ড – কোস্টারিকা ম্যাচ

সুইৎজারল্যান্ড -২    কোস্টা রিকা-২

জেমেইলি (৩১মি.), দ্রিমিচ ( ৮৮মি.)  ওয়াস্টন (৫৬মি.)সম্মীর(৯০+৩মি.) 

ম্যান অফ দ্য ম্যাচ- জোয়েল ক্যাম্পবেল (কোস্টা রিকা)

বল দখলে রেখেছে সুইৎজারল্যান্ড ৬২% আর কোস্টা রিকা দখলে রেখেছে ৩৮%।

সুইৎজারল্যান্ড শট নিয়েছে ১৩ আর কোস্টা রিকা নিয়েছে ১৪।

সুইৎজারল্যান্ড গোল লক্ষ্য করে শট নিয়েছে ৩ আর কোস্টা রিকা ৬।

সুইৎজারল্যান্ড কর্নার আদায় করেছে ৬ আর কোস্টা রিকা নিয়েছে ৫টি।

সুইৎজারল্যান্ড ফাউল করেছে ৯ আর কোস্টা রিকা করেছে ১৪।

 

একনজরে সার্বিয়া – ব্রাজিল ম্যাচ

সার্বিয়া -২    ব্রাজিল-২

পাওলিনহো (৩৬মি.), থিয়েগো সিলভা ( ৬৮মি.)  

ম্যান অফ দ্য ম্যাচ- পাওলিনহো (ব্রাজিল)

বল দখলে রেখেছে সার্বিয়া ৪২% আর ব্রাজিল দখলে রেখেছে ৫৮%।

সার্বিয়া শট নিয়েছে ১০ আর ব্রাজিল নিয়েছে ১৪।

সার্বিয়া গোল লক্ষ্য করে শট নিয়েছে ২ আর ব্রাজিল ৬।

সার্বিয়া কর্নার আদায় করেছে ৫ আর ব্রাজিল নিয়েছে ৯টি।

সার্বিয়া ফাউল করেছে ১৩ আর ব্রাজিল করেছে ৭।

রেকর্ড

ব্রাজিল এই নিয়ে বিশ্বকাপের ১৩ট প্রতিযোগিতায় গ্রুপ স্টেজ থেকে শেষ ১৬-ইয় পৌঁছলো।

সার্বিয়া এই নিয়ে তিনবার বিশ্বকাপের (২০০৬, ২০০১০, ২০১৮)গ্রুপ পর্যায় থেকে বিদায় নিল।

ব্রাজিল ২০১০ সালে প্রথমবার গ্রুপ পর্যায়ের ম্যাচে অপরাজিত রইল। গ্রুপে তারা দুটি ম্যাচ জিতেছে।

২০১৮ সালে ফিলিপ কুটিনহো ব্রাজিলের হয়ে সাতটি ম্যাচে ছ’টি গোলে মুখ্য ভূমিকা পালন করেছেন। এরমধ্যে তিনি নিজে চারটি গোল করেছেন। দু’টি গোল করিয়েছেন।

ব্রাজিলের বিশ্বকাপের আটটি ম্যাচে নেইমার পাঁচটি গোল করেছেন এবং দু’ট গোল করিয়েছেন।

সার্বিয়ার হয়ে আলেক্সান্ডার মিত্রোভিচ ২০১৮ বিশ্বকাপে ১৪টি শট নিয়ে একটি মাত্র গোল করতে পেরেছেন।

তিতের কচিং-এ ব্রাজিল ২৪টি ম্যাচের মধ্যে ১৯টি জয়ী হল। বাকি পাঁচটির মধ্যে ৪টি ড্র, একটি হেরেছে। ব্রাজিলিয়ান ম্যানেজারের জেতার শতকরা ভাগ ৭৯%।  

একনজরে দঃ কোরিয়া – জার্মানি ম্যাচ

দঃ কোরিয়া -২    জার্মানি-০

কিম ইয়ং গন(৯০+২মি.), সন হিয়াং মিন ( ৯০+৬মি.)  

ম্যান অফ দ্য ম্যাচ- জো হিয়াংয়ু (দঃ কোরিয়া)

বল দখলে রেখেছে দঃ কোরিয়া ২৬% আর জার্মানি দখলে রেখেছে ৭৪%।

দঃ কোরিয়া শট নিয়েছে ১২ আর জার্মানি নিয়েছে ২৮।

দঃ কোরিয়া গোল লক্ষ্য করে শট নিয়েছে ৫ আর জার্মানি ৬।

দঃ কোরিয়া কর্নার আদায় করেছে ৩ আর জার্মানি নিয়েছে ৯টি।

দঃ কোরিয়া ফাউল করেছে ১৬ আর জার্মানি করেছে ৭।

রেকর্ড

এই নিয়ে চতুর্থ দল হিসেবে জার্মানি সম্ভাব্য বিজয়ী হিসেবে বিশ্বকাপের অভিযান শুরু করে গ্রুপ পুর্যায়ে বিদায় নিল। এর আগে ২০০২ সালে ফ্রান্স, ২০১০ সালে ইতালি ও ২০১৪ সালে স্পেন একইভাবে গ্রুপ পর্যায় থেকে বিদায় নিয়েছিল।

এর আগে জার্মানি ১৯৩৮ সালে বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল। কিন্তু সেইসময় গ্রুপ পর্যায় ছিল না। সেদিক থেকে দেখলে জার্মানি এই প্রথম এভাবে বিদায় নিল।

এর আগে দঃ কোরিয়া পাঁচটি বিশ্বকাপ (১৯৫৪, ১৯৮৬, ১৯৯০, ১৯৯৪ ও ১৯৯৮) থেকে খারাপ ফল করে গ্রুপ পর্যায়ে বিদায় নিয়েছিল।

এই প্রথম জার্মানি এশিয়ার কোনও দেশের বিরুদ্ধে হেরে গেল।

এই প্রথম জার্মানি ২০১৮ বিশ্বকাপের তিনটি ম্যাচের মধ্যে দু’টিতে জিততে পারল না।

২০১০ সালে বিশ্বকাপে গ্রিসের বিরুদ্ধে গোল না খেয়ে জেতার পর এবার দঃ কোরিয়া জার্মানির বিরুদ্ধে জিতল ২-০ গোলে।

দঃ কোরিয়ার সন হিয়াং মিনের গোল হল এবারের বিশ্বকাপ[এ দ; কোরিয়ার সাম্প্রতিকতম গোল।ম্যাচের ৯৫.৫২ মিনিটে এই গোল খায় জার্মানি।

এই নিয়ে জার্মানি বিশ্বকাপের দু’টি ম্যাচে শুরুরর থেকে টমাস মুলারকে না খেলিয়ে হেরে গেল। এর আগে ২০১০ সালের বিশ্বকাপে স্পেনের বিরুদ্ধে সেমিফাইনালে ০-১ গোলে হেরে যায় তারা।  

একনজরে মেক্সিকো – সুইডেন ম্যাচ

মেক্সিকো -০    সুইডেন-৩

অগাস্টিন্স্যন(৫০মি.), গ্যাঙ্কভিস্ট ( ৬২মি. পেনাল্টি)   অ্যাল্ভারেজ(৭৪মি. আত্মঘাতী)

ম্যান অফ দ্য ম্যাচ- অ্যান্দ্রেস গ্র্যাঙ্কভিস্ট (সুইডেন)

বল দখলে রেখেছে মেক্সিকো ৬৭% আর সুইডেন দখলে রেখেছে ৩৩%।

মেক্সিকো শট নিয়েছে ২০ আর সুইডেন নিয়েছে ১৫।

মেক্সিকো গোল লক্ষ্য করে শট নিয়েছে ৩ আর সুইডেন ৫।

মেক্সিকো কর্নার আদায় করেছে ৭ আর সুইডেন নিয়েছে ৩টি।

মেক্সিকো ফাউল করেছে ১৪ আর সুইডেন করেছে ১১।

Published on: জুন ২৮, ২০১৮ @ ২২:২৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

91 − 81 =