আমি মা-ভারতীর পূজারি- আবু ধাবিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

Main দেশ ধর্ম বিদেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: ফেব্রু ১৪, ২০২৪ at ২৩:৫৪

এসপিটি নিউজ, আবু ধাবি, ১৫ ফেব্রুয়ারি: আজ সংযুক্ত আরব আমিরশাহীর রাজধানী আবু ধাবিতে প্রথম হিন্দু মন্দিরের উদ্বোধন হল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মন্দিরের উদ্বোধন করেন। এই উপলক্ষে এক সভায় প্রধানমন্ত্রী মোদির প্রশংসা করেন সেখানকার এক সন্ন্যাসী ব্রহ্মবিহারী স্বামী মহারাজ। তিনি প্রধানমন্ত্রী মোদিকে আদর্শ ভারতের নেতা, এমনকী মন্দিরের পূজারি বলেও অভিবাদন জানান। সেই প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী  মোদি বলেন- আমি মন্দিরের পূজারি কিনা বলতে পারব না, তবে আপনাদের এটুকু বলতে পারি যে মোদি মা-ভারতীর পূজারি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন- আবু ধাবিতে আজ এই মন্দিরের নির্মাণের সঙ্গেএক নয়া অধ্যায় লেখা হল। যেখানে এই ভব্য ও দিব্য মন্দিরের উদ্বোধন হল। এতে আজ বহু দিনের স্বপ্ন জুড়ে আছে। ভগবান স্বামী নারায়ণের আশীর্বাদ যুক্ত আছে। আমি বিশ্বাস করি যত দিব্য ব্যক্তিত্ব যেখানেই থাকুন না কেন তারা আজ খুশি হয়েছেন এই মন্দিরে নির্মাণের কাজ সম্পন্ন হওয়ায়।

পূজনীয় স্বামী মহারাজ আমার কাছে পিতার মতো ছিলেন। আমি যখন মুখ্যমন্ত্রী ছিলাম কিংবা পরবর্তীকালে প্রধানমন্ত্রী হওয়ার পরে দেখেছি, তাঁর যে কাজগুলি পছন্দ হত না তা তিনি আমাকে সরাসরি বলতেন। আমাকে মার্গ দর্শন করাতেন।

আজ আপনাদের জানাতে চাই, শিষ্য যদি গুরুর ইচ্ছা পূরণ করতে পারে সেটা তার কাছে খুবই আনন্দের বিষয়। আজ আমি সেই কাজ করতে পারায় আমি খুবই আনন্দিত। কারণ, তার কাছে আমি একজন শিষ্যর মতোই।

এরপর মোদি বলেন- আজ এক পরিত্র দিন। বসন্ত পঞ্চমী। অর্থান্ত মা সরস্বতীর আরাধনার দিন। মা সরসওতী হলেন জ্ঞান ও বুদ্ধির প্রতীক। আমি আশা করি, এই মন্দির মানবতার জন্য বসন্তকে স্বাগত জানাবে। সম্প্রীতি ও বৈষয়িকতার একতার প্রতীক হয়ে উঠবে।

আবু ধাবিতে এই মন্দির নির্মাণে সব চেয়ে যিনি বড় ভূমিকা নিয়েছেন তিনি হলেন আমার ভাই বন্ধু ইউএই-র প্রসিডেন্ট সেখ মহম্মদ বিন জায়েদ। তার যত প্রশংসাই করি না কেন তা কম হয়ে যাবে। তিনি যে মহান ভূমিকা পালন করলেন এতে ১৪০ কোটি হিন্দুস্তানীর মন জয় করে নিয়েছেন। আজ এই মন্দির নির্মাণের যাত্রা নিজেকে শামিল করতে পেরে খবই গর্ব অনুভব করছি।যোগ করেন মোদি।

প্রধানমন্ত্রী মোদি বলেন- ২০১৫ সালে যখন আমি ইউএই এসেছিলাম তখন আমি তার কাছে এখানে মন্দির নির্মাণের বিষয়ে প্রস্তাব দিয়েছিলাম। বলেছিলাম যে এখানে হিন্দুদের জন্য যদি একটা মন্দির গড়ে ওঠে । সেদিন শেখ মহম্মদ জায়েদ এক মুহূর্ত সময় না নিয়ে হ্যাঁ বলে দিয়েছিলেন। এরপর সম্পূর্ণ বৈভব ও গৌরবের সঙ্গে মন্দির নির্মাণের কাজ শুরু হয়। এই মন্দির নির্মাণের জন্য দুটো মডেল তার কাছে পাঠানো হয়েছিল। একটি ছিল বৈদিক ও হিন্দু সংস্কৃতির উপর বিশাল মন্দির যেটি এখানে গড়ে তোলা হয়েছে। আর একটি হল- খুবই সাধারণ মানের। এখানকার সন্ন্যাসীরা তার কাছে দুটো মডেল পাঠায়। তারা বলেছিলেন, প্রেসিডেন্ট যেটি নির্বাচন করবেন সেটাই হবে। প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ প্রথমটাকে বেছে নিয়েছিলেন এবং বলেছিলেন যেটা সব চেয়ে ভাল হবে সেটাই হবে। এটাই ছিল তার মহানতা।  তিনি বলেছেন যে ভারতের সঙ্গে যুক্ত হওয়া আমাদের কাছে বড় পুঁজি। শেখ মহম্মদ বিশাল ভাবনার ঝলক। এর মধ্য দিয়ে এক সাংস্কৃতিক অধ্যায় জুড়ে গেল। আমার বিশ্বাস- এবার এখানে বহু শ্রদ্ধালু আসবেন। এর মাধ্যমে মানুষের সঙ্গে মানুষের সংযোগ বাড়াবে।

শেখ মহম্মদকে অনেক ধন্যাদ জানাতে চাই। আমি এখানে দাঁড়িয়ে সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্টকে দাঁড়িয়ে অভিবাদন জানাই। এরপরই প্রধানমন্ত্রী মোদি বক্তৃতা  থামিয়ে কয়েক সেকেন্ড ধরে হাততালি দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

মোদি বলেন- আবু ধাবিতে গড়ে ওঠা মন্দির ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে জাগিয়ে তুলেছে। এটা শুধু উপাসনা কেন্দ্র নয়, এটা আজ ভারতের আস্থার প্রতিবিম্ব। এতে বৈষয়িকতা যেমন থাকছে তেমনই আধুনিকতা থাকছে।

এটা ভারতের অমৃতকালের সময়। ভারতের আস্থার অমৃতকালের সময়। গত মাসেই অযোধ্যায় ভব্য রামমন্দিরের শতাব্দীর স্বপ্ন পূরণ হয়েছে। রামলালা তাঁর ভব্য মন্দিরে বিরাজিত হয়েছেন। গোটা ভারত আজ সেই প্রেমে ডুবেছে।

এরপরই প্রধানমন্ত্রী মোদি বলেন- একটু আগে আমার বন্ধু ব্রহ্মবিহারী স্বামী মহারাজ বলছিলেন যে প্রধানমন্ত্রী মোদি একজন ভাল পুজারি। তবে এটা ঠিক যে পুজো আমি করে থাকি। ভালো পুজারি কিনা তা বপারব না। তবে এটা আপনাদের বলতে পারি, আমি মা-ভারতীর পূজারি। পরমাত্মা আমাকে যত সময় দিয়েছে তার প্রতিটি মুহূর্ত , যে শরীর দিয়েছে তা শেষ সময় পর্যন্ত মা ভারতীর জন্য ব্যয় করে যাব। ১৪০ কোটি ভারতবাসী হল আমার আরাধ্য দেবতা। অযোধ্যায় আরাধ্য রাম বিরাজিত হওয়ার পর আবু ধাবিতে  মন্দির নির্মাণের পর খুশির মাত্রা বাড়িয়ে দিয়েছে।

এক ঈশ্বরকে বিদ্বান ব্যক্তিরা আলাদা আলাদাভাবে দেখেন। সকলকে নিয়ে চলা এবং বিবিধতাই বিশেষত্ব।

Published on: ফেব্রু ১৪, ২০২৪ at ২৩:৫৪


শেয়ার করুন