যাদবপুরে ছাত্র মৃত্যু: মমতা বন্দ্যোপাধ্যায় চালু করলেন অ্যান্টি র‍্যাগিং হেল্পলাইন

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: আগ ২২, ২০২৩ @ ১৯:০৭
Reporter:Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২২ আগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যাল্যের ছাত্র মৃত্যুর ঘটনা নিয়ে সবাইকে নাড়া দিয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শারদ উৎসব উপলক্ষ্যে প্রশাসনিক ও সম্বয় বৈঠকের মাঝেই যাদবপুরের ছাত্র মৃত্যুর প্রসঙ্গ উত্থাপন করে দুঃখপ্রকাশ করে বলেন- যাদবপুরের যে ঘটনা দেখলাম তাতে আমাদের চোখ খুলে গেল। এই ধরনের ঘটনা রুখতে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে অ্যান্ট র‍্যাগিং হেল্পলাইনও চালু করলেন।জানিয়ে দিলেন টোল-ফ্রি নম্বরও।

এদিন নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন- “যাদবপুরের যে ঘটনা আমরা দেখলাম আমাদের চোখ খুলে গেল।অনেক ঘটনাই ঘটে ছাত্র-ছাত্রীরা ভয়ে জানান না। অন্ধ্রপ্রদেশেও ঘটনা ঘটেছে। আমি সিআঈডি-র হাতে তুলে দিয়েছি তদন্তের ভার। তারাও তদন্ত শুরু করে দিয়েছে।”

“আমি মনে করি- যদি কোথা কোনও কলেজে, ইউনিভার্সিটিতে, বা কোনও কর্মস্থানে কারোর উপর র‍্যাগিং কেউ করে একটা ফোন করে ইনফর্মেশন দেবেন হেল্পলাইন-এ টোল-ফ্রি নম্বর 1800 345 5678-এ।এটা 24X7 চালু থাকবে। আপনার নম্বর এখানে দিয়ে দেবেন। এই নম্বর কনফিডেনশিয়াল থাকবে।আপনার ইনফর্মেশন যাতে কেউ না পায় তার জন্য পুলিশকে বলব ‘সেভ লকার’ তৈরি করতে। যাতে এ ধরনের জিনিস আর না হয়।” বলেন মমতা।

কত কষ্ট করে বাবা-মা ছেলে-মেয়েকে মানুষ করে বলুন তো! তারপর তারা ভাল রেজাল্ট করে এসব জায়গায় ভর্তি হতে আসে। সেখানে দিনের প দিন তাদের উপর যে অত্যাচার হয়, অনেক জায়গাতেই হয় এক জায়গায় নয়। আমি তো কোনদিন শুনি নি যে হয় না। কিন্তু আমাদের সময় এসব এত ছিল না।বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এর পর তিনি বলেন- এখন দেখছি বেশি বেড়েছে। যত দেশ উন্নত হচ্ছে তত কাও কারও অধঃপতন হচ্ছে। মনে রাখবেন, আমি ১০০ শতাংশ নম্বর পেলাম এটাই আমার কোয়ালিটি নয়। প্রকৃত মানুষ হওয়াটাই আমার কোয়ালিটি। অনেকের এডুকেশনাল কোয়ালিফিকেশন কম থাকতে পারে কিন্তু সে যদি মানুষ হয় তাহলে মনে রাখবেন- চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, মানুষ তৈরি হন। আর যারা এসব করবে তাদের বিরুদ্ধে প্রতিরোধের জোট বাঁধুন। আমরা আপনাদের সাথে আছি।

Published on: আগ ২২, ২০২৩ @ ১৯:০৭


শেয়ার করুন