Published on: আগ ২১, ২০২৩ @ ২০:২৫
Reporter:Aniruddha Pal
এসপিটি নিউজ, কলকাতা, ২১ আগস্ট: আজ কলকাতায় ইমাম-মোয়াজ্জেমদের সভায় দাঁড়িয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রীতিমতো ভবিষ্যদ্বানী করলেন-“মোদিজি আর ৬ মাস ভারতবর্ষে থাকবেন।” এরপর ইমাম-মোয়াজ্জেমদের আশ্বস্ত করে বললেন- “আপনারা আর একটু কষ্ট করুনম, তারপর আমি ম্যনেজ করে দেবো।” একই সঙ্গে তিনি রাজ্যের সিপিএম-কংগ্রেসকেও এক হাত নিয়ে বলেন- এখানে সিপিএম,কংগ্রেস, বিজেপি এক হয়ে বোর্ড গঠন করছে। তবে সারা অল ইন্ডিয়া লেভেলে কিন্তু আইএনডিআইএ(ইন্ডিয়া)র সাথে আছি। সংখ্যালঘুদের তিনি কত উদার তা জানাতে তিনি সংখ্যালঘুদের প্রতি কাজের খতিয়ান তুলে ধরেন। সংখ্যালঘুদের প্রতি নিজের আস্থা রেখে বিজেপিকে টানা আক্রমনও করে যান মমতা।
বিজেপিকে তীব্র আক্রমণ করে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন- “অনেকে আমাকে নিয়ে অনেক গালাগালি করেছে। অনেক কুৎসা করেছে, অপপ্রচার করেছে, রমজান মাসে যখন যাই রোজা খুলতে আমার ছবি নিয়ে অনেক ব্যঙ্গ করেছে। বিজেপির লোকেরা তো আমার নামটাই পালটে দিয়েছে। আমার তার জন্য কিছু যায়-আসে না। আমি কি করব, সেটা আমার ব্যাপার। আমি দেখবো কোনও ধর্ম কোনও ধর্মের সাথে লড়াই করবে না। মানুষ এক, মানবিকতা এক। আমি হিন্দু ঘরে জন্মেছি বলে আমার তিনটি চোখ নেই। আপনি মুসলিম ঘরে জন্মেছেন বলে আপনার চারটে চোখ নেই। আমার দুটো চোখ আপনারও দুটো চোখ, আমার দুটো হাত আপনারও দুটো হাত, আমার দুটো পা আপনারও দুটো পা। কই যখন আমি আদিবাসীদের সঙ্গে ডান্স করি তখন তো একথাগুলো বলেন না। আমি যখন মতুয়া ঠাকুরের জন্মদিনে ছুটি দি তখন তো বলেন না। আমি যখন রাজবংশী নেতা পঞ্চানন বর্মার মূর্তিতে মালা দি তখন তো একথগুলো বলেন না। যত রাগ আপনাদের ওই সংখ্যালঘুদের উপর। সারাক্ষণ সংখ্যালঘু দেখলেই ওদের পিঁপড়ে কামড়ায়। এটা হচ্ছে ডোরা পিঁপড়ে। কামড়ালেই লাগে।”
এখানেই থেমে থাকেননি। এরপর বিজেপিকে রীতিমতো কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন মমতা। বলতে থাকেন-“যদি কেউ হিন্দু সেজে দাঙ্গা করতে যায় , মনে রাখবেন -হিন্দুরা দাঙ্গা করে না মুসলমানরাও দাঙ্গা করে না। কেউ যদি গেরুয়া উড়িয়ে দিয়ে দাঙ্গা করার চেষ্টা করে তখন আমি দেখেছি সংখ্যালঘু ভাইবোনেরা তাড়াতাড়ি উত্তেজিত হয়ে যায়। আরে বোকামো কোরো না, ওটাই তো ওদের টার্গেট। উত্তেজনা বাড়িয়ে দিয়ে তোমাদের মেরে দিয়ে চলে যাবে, আর কেউ কেউ গান গাইবে সংখ্যালঘুরা টেরোরিস্ট। এনআইএ দিয়ে দেবে, দিয়ে জেলে পাঠিয়ে দেবে। আমি ইমাম, মোয়াজ্জেমদের বলব, এই কাজটা করতে। এটা বিজেপি ছাড়া আর কেউ করবে না। বি্জেপি, সিপিএম, কংগ্রেস এক আছে বাংলায়। অল ইন্ডিয়া লেভেলে আমি INDIA-র সাথে আছি। এবং মোদিজি আর ৬ মাস থকবে ভারতবর্ষে। তারপর মোদিজি থাকবে না। মোদিজিকে হারান। তার জন্য যা যা করার আমরা করব।”
কিন্তু ওদের টার্গেট আমি, কেন জানেন তো-ওরা চায় বাংলায় ভোটটা ভাগ করিয়ে দিয়ে ওদের যে আসনটা কমে যাচ্ছে, সেই আশঙ্কা নিয়ে ওরা এসব করছে। তাই কখনোই এই ভুল করবেন না।যোগ করেন মমতা।
Published on: আগ ২১, ২০২৩ @ ২০:২৫