পুজো কমিটিগুলিকে অনুদান বাড়িয়ে ৭০ হাজার টাকা, কেন দেওয়া হয় জানালেন মুখ্যমন্ত্রী

Main দেশ ধর্ম রাজ্য
শেয়ার করুন

এ বছর পুজো কার্নিভ্যাল ২৭ অক্টোবর

Published on: আগ ২২, ২০২৩ @ ২৩:৩৯
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২২ আগস্ট: রাজ্যে পুজো কমিটিগুলিকে অনুদানের টাকা এবার বাড়িয়ে ৭০ হাজার টাকা করল রাজ্য সরকার। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত শারদোৎসব উপলক্ষ্যে আয়োজিত সভায় একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি এই টাকা দেওয়ার কারণও জানিয়ে দেন। সেই সঙ্গে এদিন মুখ্যমন্ত্রী পুজো কমিটিগুলিকে রাজ্য সরকারের নির্দেশনামাও মেনে চলার পরামর্শ দেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী এদিন পুজোর দিনগুলিতে ভিআইপি রোডকে যানজট মুক্ত রাখতে দমকলমন্ত্রী সুজিত বসুকে কড়া নির্দেশও দেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পুজো কমিটিগুলিকে টাকা দেওয়ার বিষয়ে বলেন- আগে তো কোনও ক্লাবকেই সাহায্য করা হত না। এটা আমার মাথায় চিন্তাধারাটা আসে। অনেকে বলে না, পুরোহিত কেন ভাতা পাবে? আরে ওরা কত কাজ করে জানেন! একটা দাঙ্গা লাগলে একটা ইমাম এসে দাঙ্গাটা মেটায়। যদি পালস পোলিও-র ব্যাপার হয়, ওরা দেয়। কম্যিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামে ওরা কাজ করে। সব পুরোহিত বড়লোক নয়, অনেক গরিব পুরোহিতও আছে।”

এখানেই না থেমে মমতা বলতে থাকেন- কেন পুজোগুলো টাকা পাবে- কেন জানেন? তারা রাজ্যের উন্নয়নমূলক কর্মসূচিগুলি প্রচার করে। টাকাগুলো এই জন্যই দেওয়া হয় যে তারা মানুষের সচেতনতা বাড়ানোর কাজ করে। এটা এমন নয় যে আমরা ক্লাবগুলিকে টাকা দিয়ে কিনছি, আমাদের টাকা কম।আমাদের টাকা নেই।

“প্রথমে শুরু করেছিলাম ২৫ হাজার দিয়ে। তারপর কোভিড হল পর পর দু’বছর। আপনারাও সেভাবে চাঁদাপত্র পাননি। বিজ্ঞাপনও সেভাবে পাননি। খুব কষ্ট করে পুজো করতে হয়েছিল। তাই আমরা ৫০ হাজার টাকা করে দিয়েছিলাম। তারপরের বছর ৬০ হাজার টাকা করে দিলাম। এবার তাহলে অর্ধেক করে দি। সকারের হাতে একদম টাকা নেই। যখন প্রয়োজন হবে সাহায্য করবেন তো?এই প্রশ্ন করেই মমতা বলেন-এবার ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭০ হাজার টাকা করলাম।

আর বিদ্যুতের বিলের ক্ষেত্রে সিএএসসি এবং পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ আমার সঙ্গে কথা বলে উভয়ে মিলে সিদ্ধান্ত নিয়েছে ৪ ভাগের দুই ভাগ দিতে হবে না, এবার ৪ ভাগের এক ভাগ দিতে হবে।যোগ করেন মমতা।

শারদোৎসব নিয়ে বলার সময় মমতা বল্রন- মনে রাখবেন একটা পুজো শুধু পুজো নয়, ব্রিটিশ কাউন্সিল আজ থেকে ৫-৬ বছর আগে একটা সার্ভে করেছিল। তাতে ওরা দেখিয়েছিল ইকোনমি ইমপ্যাক্ট। এই পুজো থেকে ৩২ হাজার কোটি টাকার উপর আয় হয়। আজ হয়তো সেটা দ্বিগুন হয়ে গিয়েছে। ৬০ হাজার কোটি টাকার বেশি আয় হয়।

আমাদের ২ লক্ষ লোকশিল্পী আছেন যদি মনে করেন যোগাযোগ করবেন তাহলে করতে প্রেন এতে ওরা উপকৃত হবেন। আমাদের এখানে প্রায় ৪০ হাজার পুজো হয়। কলকাতায় প্রায় হাজার তিনেক হবে। বাদবাকিটা জেলায় হয়।

পুজোর সময় এয়ারপোর্ট যাওয়ার রাস্তা ভিআইপি রোডে যানজট হয়। সেই প্রসঙ্গে মমতা বলেন- সব থেকে ডিসটার্ব হয় এয়ারপোর্ট।এরপরই তিনি সুজিত বোসকে উদ্দেশ্য করে নরমে-গরমে বলেন- সুজিত, শুধু তোমারটা লোকে যাবে আর অন্য কোথাও যাবে না তোমার চালাকি আমি বুঝি। তুমি দমকল মন্ত্রী এটা তোমাকেও কিন্তু মাথায় রাখতে হবে। তুমি খুব ভাল করে কাজ করো, এলাকাটাও খুব সুন্দর করে সাজিয়েছো, আমাদের অভিনন্দন রইল। কিন্তু এটুকু দেখে রাখতে হবে। যাতে পরিবহন ব্যবস্থা সচল থাকে। ট্রান্সপোর্ট সিস্টেম ব্লক হলে আমি তাহলে তোমাকে ব্লক করব।

এদিনের সভায় মুখ্যমন্ত্রী কতকগুলি নির্দেশনামা জারি করেন। পুজো কমিটি থেকে শুরু করে পুলিশ-প্রশাসনকে তা কার্কর করার পরামর্শ দেন। এগুলি হল-

  • এবার অনেক বিদেশি অতিথিরা আসবেন। পরিবহন দফতর থেকে বিশেষ বাস দিতে হবে।
  • পুলিশ কন্ট্রোল রুম 24X7 কাজ করবে
  • মেয়েদের নিরাপত্তা যেন সুরক্ষিত থাকে সেব্যাপারে নজর রাখতে হবে
  • ভল্যান্টিয়ার বেশি রাখবেন, পুজো কমিটিগুলিকে নির্দেশ
  • বিসর্জনের জায়গায় পর্যাপ্ত আলোর বন্দোবস্ত করতে হবে
  • এমার্জেন্সি হলে তার জন্য পুজো কমিটিগুলিকে প্রস্তুত থাকতে হবে
  • প্রয়োজনীয় সংখ্যক, ডাক্তার, নার্স, অ্যাম্বুলেন্স বিষয়ে স্থানীয় হাসপ্তাল্গুলির সঙ্গে ব্যবস্থা করে নিতে হবে
  • পুজোর সময় হেল্পলাইন নম্বরগুলি যেন ঠিকঠাক কাজ করে
  • পুজোর সময় ওয়ান উইন্ডো অনলাইন চালু করি সেটা যথাসময় চালু করতে বলব।
  • পাবলিক অ্যানাউন্স সিস্টেম জোরদার করতে হবে।
  • জনকল্যাণমূলক হোর্ডিং রাখবেন
  • ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেনট কর্পোরেশন থেকে ইন্দ্রনীল সেনকে দায়িত্ব দেন মমতা।  

এবার ১৪ অক্টোবর মহালয়া, ২০ অক্টোবর ষষ্ঠী, ২১ অক্টোবর সপ্তমি, ২২ অক্টোবর মহাষ্টমী, ২৩ অক্টোবর মহানবমী, ২৪ অক্টোবর বিজয়া দশমী। ২৪, ২৫ ও ২৬ এই তিনটি দিন যারা পুজোর কার্নিভ্যালে অংশ নেবেন তারা ছাড়া বাকিরা বিসর্জন দিতে পারবেন। কারণ, ২৭ তারিখ আমরা কার্নিভ্যালটা করব। যারা কার্নিভ্যালে ডাক পাবেন বা অংশ নেবেন তাদের প্রতিমার বিসর্জন সেদিনই হবে।

Published on: আগ ২২, ২০২৩ @ ২৩:৩৯


শেয়ার করুন