ইসকন মায়াপুরে এবারের রথযাত্রা বাতিল করা হল

Main কোভিড-১৯ ধর্ম ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জুলা ৬, ২০২১ @ ১৭:৩৭

এসপিটি নিউজ, কলকাতা, ৬ জুলাই:   কোভিড মহামারীর কথা মাথায় রেখে এবার মায়াপুর ইসকনের রথযাত্রা অনুষ্ঠান বাতিল করা হয়েছে। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে কর্তৃপক্ষ তাদের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। শুধুমাত্র পূজারি এবং মুষ্টিমেয় কয়েকজন স্বেচ্ছাসেবককে নিয়েই রথযাত্রার আচার-বিধি পালন করা হবে। সেখানে অতিরিক্ত কাউকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

প্রতিবছর রাজাপুর জগন্নাথ মন্দির থেকে মায়াপুর ইসকন পর্যন্ত মহাপ্রভু শ্রীজগন্নাথ, বলদেব এবং দেবী সুভদ্রা রথে চেপে যাত্রা করেন। এই রথযাত্রা ঘিরে স্থানীয় মানুষের পাশাপাশি বাইরে থেকেও বহু মানুষের উৎসাহ থাকে।কিন্তু গতবারের মতো এবারও কোভিড মহামারীর জেরে পরিস্থিতি স্বাভাবিক নয়। তাই সকলের সুরক্ষার কথা মাথায় রেখে মায়াপুর ইসকন কর্তৃপক্ষ রথযাত্রা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

মায়াপুর ইসকনের জেনারেল ম্যানেজার কৃষ্ণ বিজয় দাস এই সিদ্ধান্তের কথা প্রকাশ করে জানিয়েছেন যে রথযাত্রা বাইরে বের হবে না। ক্যাম্পাসের ভিতরেই নির্দিষ্ট সংখ্যক পূজারি ও মুষ্টিমেয় স্বেচ্ছাসেবক নিয়েই রথযাত্রার আচার-বিধি পালন করা হবে। আগামী ১২ জুলাই পবিত্র রথযাত্রা এবং ২০ জুলাই উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে নিয়ম-বিধি মেনে। তবে সেখানে সাধারণের প্রবেশ নিষিদ্ধ।এই সময় কেউ যেন এবার সেখানে উপস্থিত না থাকেন তার জন্য বিশেষ নির্দেশ জারি করা হয়েছে।

Published on: জুলা ৬, ২০২১ @ ১৭:৩৭


শেয়ার করুন