জনতা কার্ফুর ডাক দিলেন প্রধানমন্ত্রী মোদি- ২২ মার্চ সারাদিন ঘরে থাকার নির্দেশ

অর্থ ও বাণিজ্য দেশ ভ্রমণ রাজ্য স্বাস্থ্য ও বিজ্ঞান
শেয়ার করুন

  • সকল দেশবাসীকে সঙ্কল্প নিতে হবে যে আমি সুস্থ থাকলে দেশ সুস্থ থাকবে ভালো থাকবে।
  • ২২ মার্চ সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত সারা দেশে জনতা কার্ফু পালন করবে।
  • সকল দেশবাসীকে সঙ্কল্প নিতে হবে যে আমি সুস্থ থাকলে বিশ্ব সুস্থ থাকবে।
  • ২২ মার্চ সন্ধ্যা পাঁচটা নাগাদ পাঁচ মিনিট ধরে বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে হাত তালি দিয়ে কিংবা ঘণ্টা বাজিয়ে কিংবা থালা বাজিয়ে ধন্যবাদ জানান সেইসব ব্যক্তিদের যারা আমাদের সেবায় ২৪ ঘণ্টা নিয়োজিত থাকেন।
  • কোভিড-১৯ ইকোনমিক রেসপন্স টাস্ক ফোর্স গঠন করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।

Published on: মার্চ ১৯, ২০২০ @ ২১:৩৭
এসপিটি নিউজ, নয়া দিল্লি, ১৯ মার্চ
:  করোনা ভাইরাস নিয়ে দেশবাসীকে সতর্ক করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি তিনি দেশবাসীকে সঙ্কল্প ও সংযমী হওয়ার পরামর্শ দিলেন। সেই সঙ্গে তিনি রবিবার ২২ মার্চ জনতা কার্ফুর ডাক দিলেন। একই সঙ্গে ২৪ ঘণ্টা যারা আমাদের সেবায় নিয়োজিত থাকেন তাদের ধন্যনাদ জ্ঞাপন করাও এক অসাধারণ পথ দেখিয়েছেন।

সংকল্প ও সংযমের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী মোদি বলেন- সাম্প্রতিক পরিস্থিতিতে করোনা ভাইরাস নিয়ে যেভাবে সারা বিশ্বে আতঙ্কের আবহ তৈরি হয়েছে তা থেকে আমাদেরই সচেতন হয়ে সতর্ক থাকতে হবে। এই ভয়াবহ সংক্রামিত ভাইরাস যেভাবে বিশ্বের উন্নত একাধিক দেশের উপর প্রভাব ফেলেছে তা থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের সকল দেশবাসীকে এই পরিস্থিতিতে সঙ্কল্প এবং সংযমী থাকতে হবে। আমাদের সকল দেশবাসীকে সঙ্কল্প নিতে হবে যে আমি সুস্থ থাকলে বিশ্ব সুস্থ থাকবে ভালো থাকবে। তাই সকল দেশবাসীকে সংযমী মনোভাব দেখাতে হবে।

জনতা কার্ফু পালন করুন

প্রধানমন্ত্রী মোদি জানিয়ে দেন- যেভাবে এই করোনা ভাইরাস সারা দেশে ছড়িয়ে পড়ছে তা থেকে আমাদের সকল দেশবাসীকেই এর বিরুদ্ধে লড়াই করতে হবে। জনতাই পারে এর প্রতিরোধ করতে। আর তাই তিনি ডাক দিলেন জনতা কার্ফু-র। তিনি বলেন- প্রতি ভারতবাসী আগামী রবিবার অর্থাৎ ২২ মার্চ সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত সারা দেশে জনতা কার্ফু পালন করবে। ওইদিন আপনারা কেউ ঘর থেকে বেরোবেন না। ঘরে থেকে এই জনতা কার্ফু পালন করবেন। খুব প্রয়োজন না হলে ঘর থেকে বেরোবেন না। আজ থেকে রবিবার পর্যন্ত সকল দেশবাসীকে তিনি বলেন- আপনারা এই জনতা কার্ফু-র বিষয়ে প্রচার করুন। ঘরে থাকুন। সংক্রমন থেকে নিজেদের বাঁচান।৬০ অথবা ৬৫ কিংবা তার বেশি বয়সের মানুষদের আগামী কয়েক সপ্তাহ ঘর থেকে না বেরোনোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

২৪ ঘণ্টা ধরে যারা সেবা করেন তাদের ধন্যবাদ জানান

“আপনারা একটা বিষয় মাথায় রাখবেন। আপনারা জানেন- সারা দেশে এই পরিস্থিতিতে হাসপাতাল, পুলিশ বিমানবন্দর, রেল, বাস, অটো, হোম সার্ভিস, সংবাদ মাধ্যম এই সমস্ত জায়গায় কর্মরত ব্যক্তিরা তাদের নিজের জীবনের পরোয়া না করে আপনাদের সেবায় নিয়োজিত রয়েছেন। এদের সংক্রামিত হওয়ার অনেক সম্ভাবনা আছে।তাই আপনারা এদের প্রতি সম্মান জানান, ধন্যবাদ জানান। এজন্য ২২ মার্চ সন্ধ্যা পাঁচটা নাগাদ পাঁচ মিনিট ধরে বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে হাত তালি দিয়ে কিংবা ঘণ্টা বাজিয়ে কিংবা থালা বাজিয়ে ধন্যবাদ জানান। এজন্য আমি আশা করব, স্থানীয় প্রশাসন সাইরেন বাজিয়ে এই কর্মসূচীর যেন সূচনা করেন। সেবা পরম ধর্ম এটা যেন আমরা আমাদের ভাব ব্যক্ত করেন।

অর্থনীতি নিয়ে জানালেন এই কথা

দেশের এই পরিস্থিতিতে অর্থমন্ত্রীর নেতৃত্বে এক কোভিড-১৯ ইকোনমিক রেসপন্স টাস্ক ফোর্স গঠন করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন- এই পরিস্থিতিতে দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে। আর তা দেখার জন্য এই টাস্ক ফোর্স কাজ করবে। একই সঙ্গে তিনি দেশের ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন- আপনারা মাথায় রাখবেন এই পরিস্থিতিতে অনেকেই যেতে পারবেন না কাজে। বাড়িতে থাকতে হবে তাদের। তাদের পরিবারের কথা ভেবে তাদের কথা ভেবে আপনারা কোনওভাবেই তাদের বেতন কিংবা পরিশ্রমের পয়সা কাটবেন না।মনে রাখবেন তাদেরও একটা পরিবার আছে। তাদের নিয়ে বাঁচতে হবে। তাই একথা মাথায় রাখবেন।

নিত্য সামগ্রী মজুত করে রাখবেন না

আপনাদের আমি আর একটা কথা মনে করিয়ে দিতে চাই যে করোনা ভাইরাস নিয়ে কোনওভাবেই নিত্য সামগ্রী মজুত করে রাখবেন না। আপনারা কখোনোই মনে করবেন না দেশে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কম আছে। এটা একদম ঠিক নয়- গুজবে কান দেবেন না। আপনারা এভাবে দুধ, জল, চাল, তেল, ডাল এসব বেশি পরিমানে কিনে ঘরে মজুত করে রাখবেন না। আপনারা স্থির থাকুন। দেশে সব কিছু পর্যাপ্ত আছে। বলেন প্রধানমন্ত্রী মোদি।

Published on: মার্চ ১৯, ২০২০ @ ২১:৩৭

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

76 − = 73