LIVE UPDATE: ফিফা বিশ্বকাপ ২০১৮

খেলা বিদেশ
শেয়ার করুন

জয়সূচক গোলের পর মঞ্জুকিচ। ছবি-গেটি ইমেজ

Published on: জুলা ১২, ২০১৮ @ ১৬:২৫ 

এসপিটি স্পোর্টস ডেস্কঃ  চূড়ান্ত পর্বে পৌঁছতে চলেছে বিশ্বকাপ ২০১৮। রাশিয়ায় উদ্বোধনী ম্যাচ থেকে  সেমিফাইনাল হয়েছে একাধিক রেকর্ড। উঠে এসেছে অনেক তথ্য। প্রথম সেমিফাইনালে এবারের অন্যতম ফেবারিট বেলজিয়াম বিদায় নিল। দ্বিতীয় সেমিফাইনালে রুদ্ধ্বশ্বাস লড়াইয়ের পর ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নিল ইংল্যান্ড। ১৯৬৬ সালের পর সুযোগ এলেও ইংল্যান্ডকে এবারও খালি হাতেই ফিরে যেতে হচ্ছে।  অর্থাৎ ১৯৯০ সালের পুনরাবৃত্তি হয়ে গেল। এসব নিয়ে থাকছে বিশ্বকাপের আরও খুঁটিনাটি খবর। সংবাদ প্রভাকর টাইমস গত এক মাস আগে থেকেই তুলে ধরেছে অনেক না জানা তথ্য। এবার থাকছে একেবারে লাইভ আপডেট। আমরা চাই নতুনকে চেনাতে নতুনকে জানাতে।পাঠক এই কলমের মাধ্যমে জানতে পারবে বিশ্বকাপের নানা খবর। চলবে বিশ্বকাপের শেষ দিন পর্যন্ত।

উদ্বোধনী ম্যাচে রাশিয়া ৫-০ গোলে হারাল সৌদি আরবকে।

ম্যাচের ১২মিনিটে ইউরি গ্যাজিন্সকি গোল করে ২০১৮ ফিফা বিশ্বকাপের প্রথম গোলদাতা হিসেবে নিজের নাম লিখে রাখলেন।

ক্রোয়েশিয়া-ডেনমার্কের শেষ ১৬-র ম্যাচের আগে পর্যন্ত স্পেনের বিরুদ্ধে ৪ মিনিটের মাথায় পেনাল্টিতে করা রোনাল্ডোর গোলই এবারের বিশ্বকাপে দ্রুততম গোল হিসেবে ছিল।এই ম্যাচে ডেনমার্কের এম জোরগেনসেনের ১ মিনিটে করা গোল হয়ে গেল এবারের বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম গোল।

উদ্বোধনী ম্যাচে দুই গোল করে রেকর্ড গড়লেন রাশিয়ান মিডফিল্ডার ডেনিশ চেরিশেভ। তিনি ম্যাচের ৪৩ মিনিট ও দ্বিতীয়ার্ধে ৯০+৪ মিনিটে গোল করেন।

প্রথম ম্যাচ হল মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে।

এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে গোল সংখ্যা ছিল ১১৮। শেষ ১৬-র আটটি ম্যাচে গোল হয়ে গেল ৪৩টি। এরপর কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল মিলে গোল হল ২২টি। এর মধ্যে টাইব্রেকারে নেওয়া নেওয়া শট আছে। অর্থাৎ সব মিলিয়ে গোল সংখ্যা দাঁড়াল ১৮৩টি।

সেমি ফাইনাল

একনজরে ক্রোয়েশিয়া – ইংল্যান্ড ম্যাচ

ক্রোয়েশিয়া -২ ইংল্যান্ড-১

পেরিসিচ (৬৮মি.), মঞ্জুকিচ(১০৯মি.)  ট্রিপার(৫মি.)

ম্যান অফ দ্য ম্যাচ- ইভান পেরিসিচ (ক্রোয়েশিয়া)

বল দখলে রেখেছে ক্রোয়েশিয়া ৫৫% আর ইংল্যান্ড দখলে রেখেছে ৪৫%

ক্রোয়েশিয়া শট নিয়েছে ২২ আর ইংল্যান্ড নিয়েছে ১১।

ক্রোয়েশিয়া গোল লক্ষ্য করে শট নিয়েছে ৭ আর ইংল্যান্ড ২।

ক্রোয়েশিয়া কর্নার আদায় করেছে ৮ আর ইংল্যান্ড নিয়েছে ৪টি।

ক্রোয়েশিয়া ফাউল করেছে ২৩ আর ইংল্যান্ড করেছে ১৪।

 রেকর্ড

ইংল্যান্ড এই নিয়ে চারবার বড় ধরনের প্রতিযোগিতায় সেম্ফাইনাল থেকে বিদায় নিল। ১৯৬৮ সালে ইউরো কাপে যুগোশ্লাভিয়া, ১৯৯০ সালে বিশ্বকাপে জার্মানির বিরুদ্ধে, ১৯৯৬ সালে ইউরো কাপে জার্মানির বিরুদ্ধে ও সবশেষে ২০১৮ সালে বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে হেরে যায়।

ক্রোয়েশিয়া তাদের পাঁচ নম্বর ম্যাচ খেলেই বিশ্বকাপে প্রথম ফাইনাল পৌঁছলো।

মঞ্জুকিচের জয়সূচক গোলটি ইংল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিকতম গোল। ১০৮মিনিট ৩ সেকেন্ডে হয় গোলটি।

ট্রিপার প্রথম খেলোয়াড় যিনি ডাইরেক্ট ফ্রিকিক থেকে গোল করলেন। এর আগে অবশ্য ইনল্যান্ডের ডেভিড বেকহ্যাম ইকুয়েডরের বিরুদ্ধে গোল করেছিলেন।

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ট্রিপারের গোলটি বিশ্বকাপের সেমিফাইনালের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম (৪মিনিট ৪৪সেকেন্ড) গোল। এর আগে ১৯৫৮ সালে বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিল-ফ্রান্সের খেলায় ভাভা গোল করেছিলেন খেলা শুরুর দুই মিনিটের মাথায়।

একনজরে ফ্রান্স – বেলজিয়াম ম্যাচ

ফ্রান্স -১ বেলজিয়াম০

উমতিতি (৫১মি.)

ম্যান অফ দ্য ম্যাচ- স্যামুয়েল উমতিতি (ফ্রান্স)

বল দখলে রেখেছে ফ্রান্স ৩৬% আর বেলজিয়াম দখলে রেখেছে ৬৪%

ফ্রান্স শট নিয়েছে ১৯ আর বেলজিয়াম নিয়েছে ৯।

ফ্রান্স গোল লক্ষ্য করে শট নিয়েছে ৫ আর বেলজিয়াম ৩।

ফ্রান্স কর্নার আদায় করেছে ৪ আর বেলজিয়াম নিয়েছে ৫টি।

ফ্রান্স ফাউল করেছে ৬ আর বেলজিয়াম করেছে ১৬।

 রেকর্ড

ফ্রান্স এই নিয়ে তিনবার বিশ্বকাপ ফাইনালে পৌঁছল। এর আগে ১৯৯৮ ও ২০০৬ সালে তারা ফাইনালে পৌঁছেছিল।ইউরোপের দেশগুলির মধ্যে তাদের চেয়ে বেশিবার ফাইনালে পৌঁছেছে জার্মানি ৮ বার, ইতালি ছ’বার।

২০১৬ সালের বন্ধুত্বপূর্ণ ম্যাচে স্পেনের বিরুদ্ধে পরাজয়ের পর বেলজিয়াম এই প্রথম হেরে গেল।

ফ্রান্স এই নিয়ে বেলজিয়ামকে তিনবার হারাল বিশ্বকাপে।

২০১৮ ফিফা বিশ্বকাপে ৪৪% শতাংশ গোল এসেছে সেট-পিস থেকে.১৫৮টির মধ্যে ৬৯টি, যার মধ্যে পেনাল্টিও আছে।

Published on: জুলা ১২, ২০১৮ @ ১৬:২৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 2