ইংল্যান্ড-ক্রোয়েশিয়া সেমিফাইনাল ম্যাচ ঘিরে প্রাক্তনরা কি বলছেন

খেলা বিদেশ
শেয়ার করুন

Published on: জুলা ১১, ২০১৮ @ ২১:৫৬

এসপিটি স্পোর্টস ডেস্কঃ আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই শুরু হতে চলেছে ২০১৮ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। যে ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। দুই দলি জেতার জন্য মরিয়া। ইংল্যান্ড চাইবে ১৯৬৬ সালের পর দ্বিতীয় বার ফাইনালে পৌঁছতে। আর ক্রোয়েশিয়া চাইবে দ্বিতীয়বার তাদের যেন ফাইনালের দোর থেকে খালি হাতে ফিরে যেতে না হয়। সব মিলিয়ে এক টানটান ম্যাচ হতে চলেছে আজ রাতে। এই ম্যাচ ঘিরে ব্রিটিশ সংবাদ মাধ্যম উত্তেজনায় ফুটছে। তারা আশাবাদী এবার ইংল্যান্ড জিততে চলেছে। সত্যি ইংল্যান্ড এই ম্যাচ জিতবে কিনা তা আর কয়েক ঘণ্টার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। তবে প্রাক্তন ইংলিশ ফুটবলাররা কিন্তু এই ম্যাচ ঘিরে তাদের পক্ষে আশার আলো দেখছেন।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন ইংলিশ বিশ্বকাপার গ্যারি লিনেকার জানান, “১৯৯০ সালে ইতালি বিশ্বকাপে তাদের যেভাবে সেমিফাইনালে হেরে খালি হাতে ফিরতে হয়েছিল এবার তা হবে না। এবারের দল তার চেয়েও শক্তিশালী।” ইংল্যান্ডের প্রাক্তন মিডফিল্ডার এবং রেঞ্জার্স ম্যানেজার স্টিভেন জেরার্ডও একইভাবে ইংল্যান্ডের ব্যাপারে আশাবাদী।

লিভারপুলের প্রাক্তন এই ফুটবলার সাংবাদিক সম্মেলনে বলেছেন,”আমি খেলোয়াড়দের পারফর্ম দেখে খুব খুশি। আমি মনে করি তারা দেশকে গর্বিত করেছে। তারা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে বলে মনে হচ্ছে। আমার মনে হয় এবার তারা তাদের পথ পেয়ে যাবে এবং তাদের স্বস্তি দেবে।”

“আমি মনে করি আজ রাতে তাদের জন্য এক বড় পরীক্ষা অপেক্ষা করে আছে। ক্রোয়েশিয়ার প্রতি সম্মান জানিয়ে বলছি-ওদের দলে কিছু চমৎকার খেলোয়াড় রয়েছে, কিন্তু তবু আমি ইংল্যান্ডের জয় সম্পর্কে ভবিষ্যদ্বাণী করি। আমি মনে করি শক্তি, সংগঠন, আস্থা এবং অনুভূতি ভাল ফ্যাক্টর এই মুহূর্তে ইংল্যান্ড দলে। তারা পুরো পথ যেতে সক্ষম। আমি মনে করি অনেক চাপ আছে কিন্তু তবু ইংল্যান্ড এই মুহূর্তে বিপজ্জনক দল।” বলেন স্টিভেন জেরার্ড।

Published on: জুলা ১১, ২০১৮ @ ২১:৫৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 7 =