
Published on: ডিসে ৩, ২০২০ @ ২২:১২
এসপিটি নিউজ: দীর্ঘ আট মাস ধরে সারা দেশে স্কুল-কলেজ বন্ধ আছে। কবে খুলবে কেউ জানে না। এরই মধ্যে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন জানিয়ে দিয়েছে তারা আগামী বছর ২০২১ সালে ৪ জানুয়ারি থেকে আংশিক ভাবে পুনরায় স্কুল খুলতে চায় বিশেষ করে দশম ও দ্বাদশ শ্রেণির ছাত-ছাত্রীদের ক্লাসের জন্য। আর সেই ইচ্ছার কথা তারা সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের জানিয়েছে। কিন্তু এখন প্রশ্ন উঠছে সেটা কতটা সম্ভব? কারণ ইতিমধ্যে কয়েকটি রাজ্যে স্কুল খুলে পুনরায় তা বন্ধ করে দিতে হয়েছে সংক্রমণ বৃদ্ধির জন্য।
কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ এবং সেক্রেটারি জেরি অ্যারাথুন জানিয়েছেন- গত আট মাস ধরে স্কুল বন্ধ থাকার ফলে ছাত্র-ছাত্রীদের অসুবিধা হচ্ছে। আমরা সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে আবেদন রেখেছি যে আগামী ৪ জানুয়ারি, ২০২১ থেকে স্কুল খোলা যায়। তাহলে অন্তত দশম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা প্র্যাকটিক্যাল ক্লাস, প্রজেক্ট ওয়ার্ক, এসইউপিডবল্যু ক্লাস করানো যাবে।
জেরি অ্যারাথুন আরও জানিয়েছেন- “আমরা ভারতের নির্বাচন কমিশনকেও অনুরোধ রেখেছি যে এপ্রিল-মে মাসে ভোট হওয়ার কথা। সেইসময় কাউন্সিলের দশম ও দ্বাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষার সময়। তারা আশ্বস্ত করেছে নির্বাচনের দিনক্ষনের সঙ্গে কোনওরকম বিরোধ হবে না।”
কিন্তু এখন প্রশ্ন, আগামী ৪ জানুয়ারি থেকে সত্যিই কি স্কুল খোলা সম্ভব? যেখানে রাজ্য সরকার স্কুল-কলেজ খোলার বিষয়ে কোনও সংকেত এই মুহূর্তে দেয়নি। কাজেই সে ক্ষেত্রে কি হয় সেটাই এখন দেখার।
Published on: ডিসে ৩, ২০২০ @ ২২:১২