তিনটে ম্যাচ জিতেছি বলে যে পরপর তিনটেতে হারব না, তার কোনও মানে নেই-হাবাস

খেলা দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: ডিসে ৪, ২০২০ @ ১১:১৬

এসপিটি স্পোর্টস ডেস্ক: এবারের আইএসএল-এ জয়ের হ্যাট্রিক করার পরেও কিন্তু স্বস্তিতে নেই এটিকেমোহনবাগান। যেভাবে দলের সেরা তিন খেলোয়াড় চোটের কারণে বসে গেছে তা কিন্তু কোচ হাবাসের চিন্তা বাড়িয়ে দিয়েছে। আর তাই তাঁর মুখ দিয়ে বেরিয়ে এসেছে- “তিনটে ম্যাচ জিতেছি বলে যে পরপর তিনটেতে হারব না, তার কোনও মানে নেই।” স্বয়ং হাবাসের মুখে এমন কথা শুনে দুশ্চিন্তা বেড়েছে মেরুন-সবুজ সমর্থকদের।

এবারের আইএসএল ২০২০ প্রতিযোগিতায় এখনও পর্যন্ত টানা তিন ম্যাচে জিতে জয়ের হ্যাটট্রিক করেছে এটিকেমোহনবাগান। দল যেভাবে খেলছে তা নিয়ে সন্তুষ্ট হাবাস। তবু তার চিন্তার কারণ একটাই- তা হল, দলের সেরা তিন খেলোয়াড় মাইকেল সুসাইরাজ,  এডু গার্সিয়া এবং ডেভিড উইলিয়ামস চোট পেয়ে মাঠের বাইরে চলে গেছেন। এদের উপর হাবাস অনেকটাই নির্ভরশীল।

মাইকেল সুসাইরাজ প্রথম ম্যাচেই চোট পেয়ে কার্যত লিগের বাইরে চলে গিয়েছেন। বুধবার সাংবাদিক বৈঠকে এডু গার্সিয়ার চোটের কথাও স্বীকার করেন তিনি। এ বার ডেভিড উইলিয়ামসও চোট পেয়েছেন বলে জানিয়ে দিলেন কোচ। কত দিনে এডু, উইলিয়ামসরা মাঠে ফিরবেন, তা বুঝতে পারছেন না হাবাস। আর তাই হাবাসের কপ্লাএ দিশ্চিন্তার কালো মেঘ তারা করে বেড়াচ্ছে।

গতকাল ওড়িশার বিরুদ্ধে ম্যাচের টিম লিস্টে ডেভিড উইলিয়ামসের নাম ছিলই না। সেই প্রসঙ্গে হাবাস জানান, “এডু গার্সিয়া, সুসাইরাজের মতো ডেভিড উইলিয়ামসেরও চোট হয়েছে। তাই ওদের খেলানো যাচ্ছে না। এডু আর উইলিয়ামস খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় আমাদের। আশা করি ওরা তাড়াতাড়ি মাঠে ফিরতে পারবে। তা সত্ত্বেও যে দল ভাল খেলছে, জিতছে, সে জন্য আমি খুশি। তবে আরও উন্নতি করতে হবে আমাদের পারফরম্যান্সে”।

মাত্র এক গোলে ওড়িশাকে হারালেও হাবাস বলেন, “আজ আমাদের দল সেরা পারফরম্যান্স দিতে পারেনি। প্রতি ম্যাচে একটা দল অবশ্য সমান ভাল খেলতে পারে না। তা সত্ত্বেও যে আমরা ম্যাচটা এক গোলে জিততে পেরেছি, এটাই ভাল”। নির্ভরযোগ্য দুই খেলোয়াড়ের চোটে যে অশনি সঙ্কেত দেখতে পাচ্ছেন অভিজ্ঞ স্প্যানিশ কোচ, তা প্রকাশ পেয়েছে তাঁর বক্তব্যে- “তিনটে ম্যাচ জিতেছি বলে যে পরপর তিনটেতে হারব না, তার কোনও মানে নেই। আমাদের খেলায় উন্নতি করতে হবে।  সামনের দিকে তাকিয়ে সেই সম্ভাবনার কথাই ভাবছি এখন”।

Published on: ডিসে ৪, ২০২০ @ ১১:১৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

35 − = 33