‘এখন ফ্ল্যাটে থাকা লোকেদের অসুবিধা হচ্ছে, গ্রামের ছেলেটা রাস্তায় বেরিয়েছে’- শুভেন্দুর কটাক্ষ

Main রাজ্য
শেয়ার করুন

Published on: ডিসে ৩, ২০২০ @ ২০:১৯

এসপিটি নিউজ, গড়বেতা, ৩ ডিসেম্বর: ‘এখন ফ্ল্যাটে থাকা কারও কারও অসুবিধা হচ্ছে, কারণ গ্রামের ছেলেটা রাস্তায় বেড়িয়েছে।’ শুভেন্দু অধিকারীর এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্যে রাজ্য-রাজনীতি আরও বেশি সরগরম হয়ে উঠেছে। ইঙ্গিতটা ঠিক কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে তা বুঝতে বাকি নেই রাজনৈতিক মহলের। এদিনই আবার সরকারি ভাবে তৃণমূলের কর্মী সংগঠন থেকে ছেঁটে ফেলা হয়েছে শুভেন্দুকে। ফলে তৃণমূলের সঙ্গে দূরত্ব যে এখন আরও বেড়ে গেল তা মনে করছে রাজনৈতিক মহল।

বুধবার বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মদিবস উপলক্ষে সারা দিন ধরে দুই মেদিনীপুরে একাধিক কর্মসূচি পালন করেন শুভেন্দু অধিকারী। সর্বত্র ‘আমরা দাদার অনুগামী’ বলে পোস্টারে ছেয়ে গেছিল। কলকাতায় ছেয়ে যাওয়া পোস্টারগুলি সরিয়ে দেওয়া হলেও জেলাতে তা বহাল রয়েছে।

তবে এদিন গড়বেতায় শুভেন্দুর উপস্থিতি ঘিরে ছিলে টানটান উত্তেজনা।শুভেন্দু কি বলেন সেদিকে তাকিয়ে ছিল সকলে। এদিন শুভেন্দুর সমস্ত কর্মসূচিতেই ভিড় ছিল চোখে পড়ার মতো। গড়বেতায় দাঁড়িয়ে শুভেন্দু বলেন- “এই গড়বেতায় ২০১১ সালের আগে আমিই সবচেয়ে বেশি এসেছি। একথা বলতেই উপস্থিত জনতা হাততালি দিয়ে তাঁর এই কথাকে সমর্থন জানান। এরপর শুভেন্দু বলেন-“পান্তাভাত, মুড়ি খাওয়া গ্রামের ছেলেটা আদর্শের জন্য লড়ছে। কোনও কোনও সংবাদ মাধ্যম বলছে-আমি নাকি কমফোর্ট জোনে রাজনীতি করেছি। এখন ফ্ল্যাটে থাকা কারও কারও অসুবিধা হচ্ছে, কারণ গ্রামের ছেলেটা যে রাস্তায় বেরিয়েছে।ইঙ্গিত কি অভিষেকের দিকে? প্রশ্ন রাজনৈতিক মহলের।

Published on: ডিসে ৩, ২০২০ @ ২০:১৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 5