রাজ্যে ১২মে পর্যন্ত ভারী বৃষ্টি বা প্রবল বাতাসের সম্ভাবনা নেই, তবে ঘূর্ণিঝড় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য হাওয়া অফিসের

Main আবহাওয়া দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: মে ৯, ২০২৩ @ ২১:১০

এসপিটি নিউজ, কলকাতা, ৯ মে: ঘূর্ণিঝড় নিয়ে আগাম সতর্কতা নিয়ে রেখেছে রাজ্য।আলিপুর আবহাওয়া অফিস পরিস্থিতির উপর নজর রাখছে। তবে বর্তমানে সেটী কি অবস্থায় আছে কোন দিকে সেটি যাবে তা নিয়ে খুব গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে আবহাওয়া দফতর।সেখানে তারা মূল যে বিষয়টি জানিয়েছে তাতে এই মুহূর্তে রাজ্যের উপর ঘূণিঝড় আঁছড়ে পড়ার কোনও সম্ভাবনা নেই। আগামী ১২ মে পর্যন্ত পশ্চিমবঙ্গে কোথাও ভারী বৃষ্টি কিংবা প্রবল বাতাসের সম্ভাবনা নেই। তবে এই ঘূর্ণিঝড় বাংলাদেশের কত কাছ দিয়ে যাবে এবং তা কোন পথে যাবে তার অপর নির্ভর করছে যে এ রাজ্যে তার কতটা প্রভাব পড়বে।

আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের উপর বিকেল বা সন্ধ্যের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে। ১০ মে এটা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। সাময়িক গতিপথ যেটা হবে তা হচ্ছে, এটা উত্তর-উওরপশ্চিম দিকে এগিয়ে যাবে। ১১ মে পর্যন্ত এই গতিপথ থাকবে। ১২ মে সকাল থেকে এটা রেকর্ড করা শুরু করবে। এর গতিপথ হবে উত্তর-উত্তরপূর্ব দিকে।এরপর তা বাংলাদেশ-মায়ানমার উপকূলের দিকে এগোবে।

তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গে

একই সঙ্গে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে বলেও জানিয়েছে হাওয়া অফিস। ফলে তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে। আজ ৯ মে প্রধানতঃ দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এবং কিছুটা হুগলি জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা থাকছে। আশা করা যাচ্ছে তাপমাত্রা ১০ মে আর একটু বাড়বে। ওই দিন শুধুমাত্র পূর্ব মেদিনীপুর, কলকাতা ছাড়া সমগ্র দক্ষিণবঙ্গেই তাপপ্রবাহের সতর্কতা থাকছে।

১১ মে থেকে খুবই অল্প তাপমাত্রা কমবে কিন্তু তাপপ্রবাহের সতর্কতা পশ্চিমের জেলাগুলিতে জারি থাকছে। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ-এ তাপপ্রবাহ থাকবে।

১২ এবং ১৩ মে উপকূলবর্তী তিনটি জেলা দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা থাকছে। খুব বেশি তাপমাত্রার পরিবর্তন নেই।

উত্তরবঙ্গে দুটি জেলায় তাপপ্রবাহ

উত্তরবঙ্গের দিকে নীচের দিকের দুটি জেলা- মালদহ ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ থাকবে আজ, আগামিকাল এবং পরশু। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা আছে আগামী ২৪ ঘণ্টায়। বৃষ্টি উত্তবঙ্গের জেলাগুলিতে চলবে।কিন্তু খুবই হালকা বৃষ্টি হবে। প্রধাণত আবহাওয়া যেটা হবে তাহল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে নিকোবর আইল্যান্ডে। উপরের আন্দামান আইল্যান্ডে শুধু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

অতি ভারী বৃষ্টির সম্ভাবনা

১০ মে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে।১১মে আন্দামানে ভারী থেকে অতি ভারী এবং নিকোবরে শুধু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ১২ মে উপরের দিকে শুধু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বেশি বৃষ্টি শুরু হবে নিকোবর দিয়ে। তারপর উপরে বাড়বে।

আন্দামানে ঝড়বৃষ্টি

ঝোড়ো হাওয়া থাকবে আন্দামান-নিকোবরে। আজ ৯ মে প্রতি ঘণ্টায় ৬০-৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্যবিদ্যুত সহ ঝড়। ১০-১১ মে এটা বেড়ে হয়ে যাবে প্রতি ঘণ্টায় ৭০-৮০কিমি। দমকা হাওয়ার বেগ থাকবে প্রতি ঘণ্টায় ৯০কিমি। ১২-১৩ মে একটু কমবে। ১২মে প্রতি ঘণ্টায় ৬০-৭০ এবং দমকা হাওয়া প্রতি ঘণ্টায় ৮০কিমি বেগে দমকা হাওয়া বইবে। ১৩মে সেটা আরও কমে গিয়ে প্রতি ঘণ্টায় ৪০-৫০কিমি হবে।

প্রধাণত সমুদ্রের উপরেই কিন্তু এই ঝড় বা বৃষ্টি চলবে। এই ঝড় বাংলাদেশের কত কাছ দিয়ে যাবে তার উপর নির্ভর করবে আমাদের এখানে কতটা প্রভাব ফেলবে। ১২ মে পর্যন্ত আমাদের এখানে কোনও ভারী বৃষ্টি বা প্রবল বাতাসের সম্ভাবনা নেই।

মৎস্যজীবীদের সতর্কতা (লাল)

১০ মে ২০২৩ সালের দিকে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড়ের সৃষ্টি হওয়ার কারণে এবং বাংলাদেশ ও মায়ানমার উপকূলের দিকে এর গতিবিধির কারণে, মৎস্যজীবীদের ১২-১৪ মে ২০২৩-এর মধ্যে উত্তর বঙ্গোপসাগরের গভীর সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গভীর সাগরে রয়েছে তাদের ১১ মে ২০২৩ (সন্ধ্যা) এর মধ্যে উপকূলে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Published on: মে ৯, ২০২৩ @ ২১:১০


শেয়ার করুন