তৃতীয় দফায় ভোটের হারে সারা দেশে তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ, পাঁচ কেন্দ্রে ভোট পড়ল গড়ে ৭৯.৭৭%- দেখে নিন কোথায় কত

দেশ লোকসভা ভোট 2019
শেয়ার করুন

Published on: এপ্রি ২৩, ২০১৯ @ ২৩:১৪

এসপিটি নিউজ ডেস্কঃ এবারের নির্বাচনে সারা দেশের মধ্যে প্রতি মুহূর্তে খবরের শিরোণামে উঠে আসছে পশ্চিমবঙ্গ। কয়েক দিন আগে এখানকার বিশেষ নির্বাচন কমিশনার অজয় নায়েক বলেছিলেন – ১০ বছর আগে বিহারে যেমন ছিল এখন পশ্চিমবঙ্গের পরিস্থিতি তেমনই। আর সেটা প্রমাণ হয়ে গেল তৃতীয় দফার ভোটে এ রাজ্যে একজন খুন হওয়ায়। তবে এত কিছুর পরেও যে এবার রাজ্যে ভোট ভালোই হচ্ছে তা কিন্তু তৃতীয় দফার ভোটে প্রমাণ হয়ে গেছে। এদিন ভোটের হার দেখে তেমনটাই মনে হচ্ছে।পশ্চিমবঙ্গে ভোটের হার গড়ে ৭৯.৭৭%।যা সারা দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

সারা দেশের ভোটের হার এক ঝলকে

  1. আসাম- ৮০.৭৩%
  2. ত্রিপুরা- ৭৯.৮৯%
  3. পশ্চিমবঙ্গ-৭৯.৭৭%
  4. গোয়া-৭৩.৮৮%
  5. কেরালা-৭১.৯৬%
  6. দমন ও দিউ-৭১.৮২%
  7. দাদরা ও নগর হাভেলি- ৭১.৪৩%
  8. ছত্তিশগড়-৬৮.৪১%
  9. কর্ণাটকা-৬৭.৬৪%
  10. গুজরাট-৬৩.৬৮%
  11. উড়িষ্যা-৬১.৫১%
  12. উত্তর প্রদেশ-৬১.৪০%
  13. বিহার- ৫৯.৯৭%
  14. মহারাষ্ট্র- ৫৯.২৩%
  15. জম্মু ও কাশ্মীর-১২.৮৬%

পশ্চিমবঙ্গে কোন কেন্দ্রে কত ভোট পড়েছে

বালুরঘাটে-৮১.৪২% ভোট পড়েছে।

এই লোকসভা কেন্দ্রের বিধানসভা কেন্দ্র গুলিতে ভোটের হার ইটাহার-৭৪.১২%, কুশ্মান্ডি-৮২.৭৫%, কুমারগঞ্জ-৮২.৩৯%, বালুরঘাট-৮৪.৫৬%, তপন-৮৩.৫১%, গঙ্গারামপুর-৮২.৯৯%, হরিরামপুর-৮০.৫৬%।

মালদা উত্তর-৭৮.১৩% ভোট পড়েছে।

এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলিতে ভোটের হার হাবিবপুর-৮১.৩৯%, গাজোল- ৮৩.১২%, চাঁচল- ৭৫.৪৪%, হরিশ্চন্দ্রপুর- ৭৬.৭৯%, মালতিপুর- ৭৮.৩৭%, রাতুয়া- ৭৩.৪৬%, মালদা- ৭৮.৫১%।

মালদা দক্ষিণ- ৭৯.১০% ভোট পড়েছে।

এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলিতে ভোটের হার মানিকচক-৭৮.৮৪%, ইংলিশবাজার- ৮২.৭৫%, মোথাবাড়ি- ৭৮.০২%, সুজাপুর- ৭৭.৭১%, বৈষ্ণব্বগর- ৮০.৯১%, ফারাক্কা- ৮০.৫৪%, সামশেরগঞ্জ- ৮২.১২%।

জঙ্গিপুর-৭৮.৫৮% ভোট পড়েছে।

এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলিতে ভোটের হার সুতি-৮০.২২%, জঙ্গিপুর-৭৯.১৮%, রঘুনাথগঞ্জ-৭৮.২০%, সাগরদিঘি-৭৮.৮০%, লালগোলা-৭৮.০০%, নবগ্রাম-৮১.৬১%, খড়গ্রাম- ৭৫.৬৫%।

মুর্শিদাবাদ- ৮২.৩৮% ভোট পড়েছে।

এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলিতে ভোটের হার ভগবানগোলা-৮১.৭৭%, রানিনগর-৮২.৩০%, মুর্শিদাবাদ-৮৪.৮২%, হরিহরপাড়া-৮০.৫৮%, ডোমকল-৮০.০৫%, জলঙ্গী-৮২.৭২%, করিমপুর-৮৪.৩৪%।

Published on: এপ্রি ২৩, ২০১৯ @ ২৩:১৪

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 6 = 3