পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অনুষদের স্নাতকদের “ইন্টার্নশিপ শংসাপত্র” প্রদান

Main দেশ প্রাণী ও মৎস্য বিজ্ঞান রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ৯, ২০২৫ at ২৩:৩৪
Reporter:  Dr. Soumitra Pandit

এসপিটি নিউজ, কলকাতা, ৯ ফেব্রুয়ারি: পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়, যার পথ চলা শুরু ১৯৯৫ সালে। দেখতে দেখতে সেই বিশ্ববিদ্যালয়  আজ ৩০ টি বসন্ত পেরিয়ে এসেছে। এই বিশ্ববিদ্যালয়ের প্রাণী চিকিৎসা ও প্রাণী বিজ্ঞান অনুষদ-টি নদিয়ার মোহনপুরে রয়েছে। এখানে প্রাণী চিকিৎসা ও প্রাণী বিজ্ঞান অনুষদের স্নাতক ডিগ্রি পঠন-পাঠন হয়। গত ৮ ফেব্রুয়ারি, ২০২৫, শনিবার মোহনপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়ে গেল “ইন্টার্নশিপ ভ্যালিডিক্টরি প্রোগ্রাম- ২০২৫” ।  প্রতি বছরের ন্যায় এ বছরও ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীরা তারা সাড়ে পাঁচ বছর লেখাপড়া শেষ করে “ইন্টার্নশিপ সংস্থাপত্র” গ্রহণ করেছে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ তীর্থ কুমার দত্ত, প্রাণী চিকিৎসা ও প্রাণীবিজ্ঞান অনুষদের অধ্যক্ষ, অধ্যাপক নীলোৎপল ঘোষ,  ডঃ যোগরাজ তামাং, ডাইরেক্টর, অ্যানিমেল হাজবেন্ড্রি এন্ড  ভেটেরিনারি সার্ভিসেস, পশ্চিমবঙ্গ সরকার, উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গলের ভেটেরিনারি কাউন্সিল- এর সভাপতি, ডাঃ আশুতোষ বিশ্বাস মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাণী চিকিৎসা ও প্রাণীবিজ্ঞান অনুষদের   অধ্যাপক – অধ্যাপিকা, ইন্টার্নশিপ সেন্টার ইনচার্জ,  আধিকারিক ও শুভাকাঙ্ক্ষীরা। সমস্ত অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন প্রাণী চিকিৎসা ও প্রাণী বিজ্ঞান অনুষদের অধ্যক্ষ ও ইন্টার্নশিপ কার্যক্রমের চেয়ারম্যান ড. নীলোৎপল ঘোষ ও ইন্টার্নশিপ ইনচার্জ, ডঃ শ্যামসুন্দর কেশ, ভেটেনারি ক্লিনিক্যাল কমপ্লেক্স বিভাগ।

মুল অনুষ্ঠানটি উদ্বোধনী সংগীত, প্রদীপ প্রজ্জ্বলন, অতিথি বরণ দিয়ে শুরু হয়।  বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে ও প্রাণী চিকিৎসক হিসাবে শপথ গ্রহণ করার পর, ৭৯ জন ছাত্রছাত্রী ইন্টার্নশিপ শংসাপত্র গ্রহণ করে। ছাত্রছাত্রীর হাতে ইন্টার্নশিপ সার্টিফিকেট তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ তীর্থ কুমার দত্ত মহাশয়।ছাত্র-ছাত্রীরদের শপথ গ্রহণ করান অনুষদের অধ্যক্ষ , অধ্যাপক নীলোৎপল ঘোষ, মহাশয়।

এই অনুষ্ঠানের সভাপতি, উপাচার্য ছাত্রছাত্রীদের নানাবিধ উচ্চশিক্ষা, প্রাণী চিকিৎসক হিসাবে সমাজের সাধারন গ্রামীণ মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন।তিনি আরও বলেন উচ্চশিক্ষায় নানান বিষয়ে তারা মাথা উঁচু করে কাজ করবে এবং বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করবে।

ডঃ যোগরাজ তামাং, ডাইরেক্টর, অ্যানিমেল হাজবেন্ড্রি এন্ড  ভেটেরিনারি সার্ভিসেস, পশ্চিমবঙ্গ সরকার, তিনি তাঁর ভাষণে বলেন পশ্চিমবঙ্গে এখনো চাকরির সুযোগ অনেক রয়েছে এবং আগামী দিনে আরো বেশি সংখ্যক চাকরির সুযোগ হবে বলে তিনি উল্লেখ করেন।

ছাত্র-ছাত্রীদের প্রাণীচিকিৎসা করার জন্য যে রেজিস্ট্রেশন নাম্বার প্রয়োজন, সেই রেজিস্ট্রেশন নাম্বার পেতে কোন অসুবিধা হবে না বলে জানান ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি কাউন্সিলের সভাপতি, ডঃ আশুতোষ বিশ্বাস ।

সমগ্র অনুষ্ঠানটির জন্য যে সকল ওষুধ প্রস্তুতকারী সংস্থা সহযোগিতা করেন তারা তাদের নানাবিধ ওষুধগুলির সম্বন্ধে নতুন ডাক্তারদের কে বিশদভাবে জানান এবং তাদের সকল স্টল গুলি পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং এই অনুষ্ঠানে আগত সম্মানীয় ব্যক্তিবর্গ। হয়। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, ডঃ প্রসেনজিৎ মুখার্জি  ও ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক শ্যামল গুহ মহাশয়। সমবেত জাতীয় সংগীত -এর মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

Published on: ফেব্রু ৯, ২০২৫ at ২৩:৩৪


শেয়ার করুন