
Published on: জানু ৪, ২০২০ @ ২১:৩৫
এসপিটি নিউজ ডেস্ক: এয়ার ইন্ডিয়া নিয়ে গত কয়েকদিন ধরে বাজারে একটা গুজব ছড়াচ্ছে। যা নিয়ে এয়ার ইন্ডিয়া পরিবার বেশ অস্বস্তিতে রয়েছে। এবার তাদের অস্বস্তিত কাটাতে খোদ সংস্থার চেয়ারম্যান ময়দানে নেমে পড়লেন। করলেন আশ্বস্ত।
এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অশ্বনী লোহানী এক বিবৃতি দিয়ে জানিয়েছেন, “এয়ার ইন্ডিয়া বন্ধ হয়ে যাচ্ছে বা অপশন বন্ধের বিষয়ে সমস্ত গুজব ভিত্তিহীন। এয়ার ইন্ডিয়া উড়ান পরিষেবা জারি এবং তা প্রসারিত হতেই থাকবে। ভ্রমণকারী, কর্পোরেট বা এজেন্টদের এজন্য কোনও উদ্বেগের কোনও কারণ নেই। জাতীয় ক্যারিয়ারটি এখনও ভারতের বৃহত্তম বিমান সংস্থা হিসেবেই রয়েছে।”
Published on: জানু ৪, ২০২০ @ ২১:৩৫