PM MODI-র হাত ধরে অরুণাচল প্রদেশে স্বাস্থ্য পরিষেবায় বিপ্লব আনতে চলেছেন স্বাস্থ্য মন্ত্রী ALO LIBANG

Main এসপিটি এক্সক্লুসিভ দেশ স্বাস্থ্য ও বিজ্ঞান
শেয়ার করুন

অরুণাচল প্রদেশ সরকারও এবার পশ্চিমবঙ্গের মতো সেখানকার মানুষজনকে বিনামূল্যে সরাকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার ভাবনা শুরু- জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী আলো লিবাং।

Published on: জুন ২৬, ২০১৯ @ ২০:১৭

এসপিটি নিউজ, ইটানগর(অরুণাচল প্রদেশ), ২৬ জুনঃ আগের চেয়ে এখন অনেক বেশি স্বাচ্ছন্দ্য এসেছে অরুণাচল প্রদেশের স্বাস্থ্য পরিষেবায়। ইতিমধ্যে সে রাজ্যে মাথা তুলে দাঁড়িয়েছে তাদের নিজস্ব সরকারি মেডিক্যাল কলেজ। এখানেই না থেমে এই পরিষেবাকে এখন আরও বেশি সরলীকরণ করতে তৎপর হয়েছেন অরুণাচল প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী আলো লিবাং। এজন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ হয়েছেন। তাঁর হাত ধরে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় বিপ্লব ঘটাতে চলেছেন মন্ত্রী লিবাং।

মোদির সহযোগিতায় মেডিক্যাল কলেজ

আজ মন্ত্রী লিবাং জানান-” স্বাস্থ্য পরিষেবায় উত্তর-পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশে ইতিপূর্বেই এক নয়া ইতিহাস রচনা করেছে। টানা ৭০ বছরের খরা কাটিয়ে দেশের শান্তিপ্রিয় এই রাজ্যে নিজস্ব মেডিক্যাল কলেজ খুলতে পেরেছি আমরা। আর এই কাজ সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহযোগিতায়।”

স্বাস্থ্যমন্ত্রী আলো লিবং জানান, “গোটা অরুণাচল প্রদেশের মানুষ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কৃতজ্ঞ। তাঁর ঐকান্তিক সহযোগিতার ফলেই সরকারিভাবে এ রাজ্যে আজ এত বছর পর মেডিক্যাল কলেজ খুলতে পেরেছি।গত বছরের আগস্ট মাসেই এই নয়া কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।”

মেডিক্যাল কলেজে ৫০ থেকে ১০০ শয্যা করার প্রক্রিয়া শুরু

জানা গেছে, অরুণাচলের রাজধানী ইটানগরের নাহার লাগুনে এই মেডিক্যাল কলেজটি গড়ে উঠেছে। বর্তমানে ৫০ শয্যার এই মেডিক্যাল কলেজে সব রকমের স্বাস্থ্য পরিষেবা চালু হয়েছে। “তবে আমরা চেষ্টা করছি- যাতে এটি ১০০ শয্যার করা যায়।স্বাধীনতার এত বছর বাদে অরুণাচল প্রদেশে এই নয়া মেডিক্যাল কলেজ গড়ে ওঠার খবরে রাজ্যের মেডিক্যালের ছাত্র-ছাত্রীরা খুব খুশি। আগে এ রাজ্যের বহু ছেলেমেয়েকে ভিন রাজ্যে চলে যেতে হত। এখন তাদের আর অন্যত্র যেতে হবে না।” বলেন মন্ত্রী আলো লিবাং।

অঙ্গ প্রতিস্থাপনে সরকারি সাহায্য

এখানেই থেমে থাকতে চান না মন্ত্রী লিবাং। তিনি জানিয়েছেন- “স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করে তুলতে ইতিমধ্যে আমরা কতকগুলি পদক্ষেপ নিয়েছি। যার মধ্যে উল্লেখযোগ্য হল- যে কোনও ধরনের শারীরিক অঙ্গ প্রতিস্থাপনে ১০ লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত। এর মধ্যে রয়েছে কিডনি। পাশাপাশি রাজ্যের সরকার হাস্পাতালগুলিকে ঢেলে সাজানো। যার অধিকাংশই এতদিন রয়েছে চলা ঘরের মতো। সেগুলিকে পাকা বাড়ি করে গড়ে তোলা হবে। আর প্রতিটি হাসপাতালেই ICCU চালু করা হবে। ”

বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার ভাবনা শুরু

এরপর মন্ত্রী লিবাং যে শোনালেন তাতে অরুণাচল প্রদেশের মানুষের কাছে রীতিমতো খুশির খবর। তা হল- সে রাজ্যের মানুষের আর্থিক অবস্থার কথা ভেবে এবং তাদের চিকিৎসা পরিষবায় আরও বেশি সহজ করে তুলতে   অরুণাচল প্রদেশ সরকারও এবার পশ্চিমবঙ্গের মতো সেখানকার মানুষজনকে বিনামূল্যে সরাকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার ভাবনা শুরু হয়েছে।  স্বাস্থ্যমন্ত্রী আলো লিবাং সংবাদ প্রভাকর টাইমসকে জানিয়েছেন- ” সব কিছু ঠিকঠাক চললে আগামী দিনে এ রাজ্যের মানুষও বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার সুযোগ পাবেন।”

Published on: জুন ২৬, ২০১৯ @ ২০:১৭

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

31 − 25 =