লজ্জাঃ গুজরাটে জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুর

Main দেশ
শেয়ার করুন

Published on: জানু ৪, ২০২০ @ ২০:৩৫

এসপিটি নিউজ ডেস্ক: গুজরাটের আমরেলি জেলার হরি কৃষ্ণ লেকের কাছে জাতির জনক মহাত্মা গান্ধীর একটি মূর্তি শুক্রবার রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ভাঙচুর করে পালিয়েছে। এ ব্যাপারে পুলিশ একটি মামলা দায়ের করেছে।

২০১৮ সালে একটি লেকের কাছে এই মূর্তিটি স্থাপন করা হয়েছিল

২০১৮ সালে একটি লেকের কাছে একটি বাগানে মূর্তিটি স্থাপন করা হয়েছিল। স্রাটে অবস্থিত ঢোলাকিয়া ফাউন্ডেশনের হীরা ব্যারন সাভাজিভাই ঢোলাকিয়া মহাত্মা গান্ধীর মূর্তি স্থাপন ও অলঙ্কৃত করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মূর্তিটি উন্মোচন করেছিলেন। এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

দোষীদের চিহ্নিত: পুলিশ

লাঠি থানার উপপরিদর্শক ওয়াইপি গোহিল জানান, এটি গত রাতের ঘটনা। দোষীদের সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। আমরা একটি ডায়েরি রেকর্ড করেছি। পুলিশ মনে করছে, লেকের ধারে এই মূর্তি স্থাপনে বিরোধী বা অসামাজিক কাজকর্মে যুক্ত ব্যক্তিদেরই এই কাজ হতে পারে।

Published on: জানু ৪, ২০২০ @ ২০:৩৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 26 = 27